বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭

( ২০১৭ সনের ৬ নং আইন )

Child Marriage Restraint Act, 1929 রহিতপূর্বক সময়োপযোগী করে নূতনভাবে প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু Child Marriage Restraint Act, 1929 (Act No. XIX of 1929) রহিতপূর্বক সময়োপযোগী করে নূতনভাবে প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন

৪। বাল্যবিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকারের প্রতিনিধির সাধারণ ক্ষমতা

৫। বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ ও নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি

৬। মিথ্যা অভিযোগ করিবার শাস্তি

৭। বাল্যবিবাহ করিবার শাস্তি

৮। বাল্যবিবাহ সংশ্লিষ্ট পিতা-মাতাসহ অন্যান্য ব্যক্তির শাস্তি

৯। বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করিবার শাস্তি

১০। বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হইবার শর্তে বাল্যবিবাহের অভিযোগ হইতে অব্যাহতি

১১। বাল্যবিবাহ নিবন্ধনের জন্য বিবাহ নিবন্ধনের শাস্তি, লাইসেন্স বাতিল

১২। বয়স প্রমাণের দলিল

১৩। ক্ষতিপূরণ প্রদান

১৪। অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা এবং অ-আপোষযোগ্যতা

১৫। বিচার পদ্ধতি

১৬। সরেজমিনে তদন্ত

১৭। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ

১৮। অপরাধ আমলে নেয়ার সময়সীমা

১৯। বিশেষ বিধান

২০। বিধি প্রণয়নের ক্ষমতা

২১। রহিতকরণ ও হেফাজত

২২। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text