বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭

( ২০১৭ সনের ৯ নং আইন )

উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের উদ্দেশ্যে দেশের সরকারি ও বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কার্যক্রমকে অ্যাক্রেডিটেশন প্রদানের লক্ষে কাউন্সিল গঠন সংক্রান্ত বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের উদ্দেশ্যে দেশের সরকারি ও বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কার্যক্রমের অ্যাক্রেডিটেশন প্রদানসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করা প্রয়োজন; এবং

 
 
 
 

যেহেতু অ্যাক্রেডিটেশন প্রদানের উদ্দেশ্যে একটি অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। প্রযোজ্যতা

৪। কাউন্সিল প্রতিষ্ঠা

৫। কাউন্সিলের কার্যালয়

৬। কাউন্সিলের গঠন, ইত্যাদি

৭। চেয়ারম্যান ও সদস্য নিয়োগ

৮। চেয়ারম্যান ও সদস্যগণের যোগ্যতা

৯। চেয়ারম্যান ও সদস্য পদের মেয়াদ এবং পদত্যাগ

১০। কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলী

১১। কাউন্সিলের সভা

১২। কাউন্সিলের সচিব এবং কর্মচারী নিয়োগ

১৩। অ্যাক্রেডিটেশন কমিটি গঠন

১৪। বিশেষজ্ঞ কমিটি

১৫। ফ্রেমওয়ার্ক

১৬। কনফিডেন্স সার্টিফিকেট, অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট, ইত্যাদি

১৭। নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জরিমানা

১৮। পুনর্বিবেচনা

১৯। তহবিল

২০। বার্ষিক বাজেট বিবরণী

২১। হিসাব ও নিরীক্ষা

২২। বার্ষিক প্রতিবেদন

২৩। রেজিস্টার

২৪। চুক্তি

২৫। বিধি প্রণয়নের ক্ষমতা

২৬। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৭। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text