প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০১৭

( ২০১৭ সনের ১৪ নং আইন )

চতুর্থ অধ্যায়

Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর সংশোধন

Ordinance No. XXXVI of 1984 এর section 19E এর সংশোধন
১০। উক্ত Ordinance এর section 19E এর-
 
(ক) sub-section (2) এর clause (b) এর “sub-section (2)” শব্দ, সংখ্যা ও বন্ধনীগুলির পরিবর্তে “sub-section (5)” শব্দ, সংখ্যা ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে;
 
(খ) sub-section (3) এর clause (a) এর পরিবর্তে নিম্নরূপ clause (a) প্রতিস্থাপিত হইবে, যথা:
 
“(a) a notice under section 93 has been issued before submission of such return of income for the reason that any income, assets or expenditure has been concealed or any income or a part thereof has escaped assessment;”।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs