বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭

( ২০১৭ সনের ১৬ নং আইন )

Bangladesh Jute Research Institute Act, 1974 রহিতপূর্বক সময়োপযোগী করিয়া উহা সংশোধনসহ পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু কৃষি ও কারিগরি গবেষণার মাধ্যমে পাট ও পাট জাতীয় ফসলের উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, পাটের উৎপাদন সহজীকরণের জন্য বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন, পাটের বহুমুখী ব্যবহারের লক্ষ্যে প্রযুক্তি উদ্ভাবন ও আনুষঙ্গিক বিষয়ে গবেষণা পরিচালনার জন্য Bangladesh Jute Research Institute Act, 1974 (Act No.XIII of 1974) রহিতপূর্বক সময়োপযোগী করিয়া উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। ইনস্টিটিউট প্রতিষ্ঠা

৪। ইনস্টিটিউটের কার্যালয় ও কেন্দ্র

৫। ইনস্টিটিউটের কার্যাবলি

৬। কাউন্সিল কর্তৃক প্রদত্ত নির্দেশনা প্রতিপালন

৭। বোর্ড গঠন

৮। বোর্ডের কার্যাবলি

৯। বোর্ডের সভা

১০। মহাপরিচালক

১১। পরিচালক

১২। কর্মচারী নিয়োগ

১৩। তহবিল

১৪। বাজেট

১৫। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৬। প্রতিবেদন

১৭। কমিটি

১৮। ঋণ গ্রহণের ক্ষমতা

১৯। চুক্তি সম্পাদন

২০। বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা

২১। গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ

২২। ফেলোশিপ প্রদান

২৩। ক্ষমতা অর্পণ

২৪। জনসেবক

২৫। বিধি প্রণয়নের ক্ষমতা

২৬। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৭। রহিতকরণ ও হেফাজত

২৮। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text