বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭

( ২০১৭ সনের ১৮ নং আইন )

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত কনভেনশন বাস্তবায়নের নিমিত্ত বেসামরিক বিমান চলাচলের সুরক্ষা, নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং এতদ্‌সংশ্লিষ্ট বিষয়ে যুগোপযোগী বিধান করিবার লক্ষ্যে Civil Aviation Ordinance, 1960 রহিতক্রমে একটি নূতন আইন প্রনয়ণকল্পে প্রণীত আইন

যেহেতু আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত কনভেনশন বাস্তবায়নের নিমিত্ত বেসামরিক বিমান চলাচলের সুরক্ষা, নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং এতদ্‌সংশ্লিষ্ট বিষয়ে যুগোপযোগী বিধান করিবার লক্ষ্যে Civil Aviation Ordinance, 1960 (Ordinance No. XXXII of 1960) রহিতক্রমে, একটি নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বিমানবন্দর বা বিমানঘাঁটির লাইসেন্স ও সার্টিফিকেট

৪। বেসামরিক বিমান নিবন্ধন

৫। এয়ারম্যান লাইসেন্স ও সার্টিফিকেট

৬। এয়ারওর্দিনেস সার্টিফিকেট

৭। এয়ার অপারেটর সার্টিফিকেট

৮। প্রশিক্ষণ সংস্থা বা বিমান রক্ষণাবেক্ষণ সংস্থার সার্টিফিকেট

৯। বিদেশি এয়ার অপারেটর কর্তৃক বাণিজ্যিক বিমান পরিবহনের জন্য পারমিট

১০। লাইসেন্স, সার্টিফিকেট বা পারমিটের জন্য আবেদন এবং উহা প্রদানের পদ্ধতি

১১। লাইসেন্স, সার্টিফিকেট বা পারমিট স্থগিত, বাতিল, ইত্যাদি

১২। শিকাগো কনভেনশনভুক্ত রাষ্ট্র কর্তৃক প্রদত্ত লাইসেন্স, সার্টিফিকেট বা পারমিটের গ্রহণযোগ্যতা

১৩। চেয়ারম্যানের সাধারণ ক্ষমতা

১৪। বেসামরিক বিমান পরিবহনের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করিবার জন্য এএনও, আদেশ, ইত্যাদি জারি

১৫। আকাশ পথে বিপজ্জনক পণ্য পরিবহন

১৬। সুরক্ষা তদারকি সংক্রান্ত চুক্তি

১৭। পরিদর্শন, ইত্যাদি

১৮। ফ্লাইট প্রতিরোধ ও বিমান আটক

১৯। বিমান দুর্ঘটনা ও মারাত্মক ঘটনার তদন্ত

২০। বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

২১। জন স্বাস্থ্য সুরক্ষা

২২। জন স্বাস্থ্য সুরক্ষায় জরুরি ব্যবস্থা

২৩। যুদ্ধ বা জরুরি অবস্থায় সরকারের বিশেষ ক্ষমতা

২৪। আইন, বিধি, এএনও, ইত্যাদির বিধান লঙ্ঘণ করিবার দণ্ড

২৫। সার্টিফিকেট, লাইসেন্স বা পারমিট জাল করিবার দণ্ড

২৬। বিমানের নেভিগেশনে হস্তক্ষেপ করিবার দণ্ড

২৭। এয়ার অপারেটর কর্তৃক রেকর্ডপত্র সংরক্ষণ না করিবার, মিথ্যা প্রতিবেদন দাখিল, ইত্যাদির জন্য দণ্ড

২৮। রেকর্ডপত্র উপস্থাপন না করিবার বা তথ্য প্রদান অস্বীকার করিবার দণ্ড

২৯। বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করিবার দণ্ড

৩০। দুর্ঘটনা কবলিত বিমানের যন্ত্রাংশ, ইত্যাদি সরাইয়া ফেলিবার দণ্ড

৩১। বিমানে বিপজ্জনক পণ্য পরিবহন করিবার দণ্ড

৩২। বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করিবার দণ্ড

৩৩। বিপজ্জনক পদ্ধতিতে বিমান চালনার দণ্ড

৩৪। অপরাধ সংশ্লিষ্ট বিমান, বস্তু, ইত্যাদি বাজেয়াপ্ত

৩৫। অপরাধ সংঘটনে সহায়তার দণ্ড

৩৬। কতিপয় ক্ষেত্রে মামলা দায়েরে প্রতিবন্ধকতা

৩৭। Code of Criminial Procedure এর প্রয়োগ

৩৮। কোম্পানি বা সংস্থা কর্তৃক অপরাধ সংঘটন

৩৯। জাতীয় রেকর্ডিং সিস্টেম

৪০। ক্ষমতা অর্পণ

৪১। অপারেটর, সেবা প্রদানকারী সংস্থার দায়িত্ব

৪২। শিকাগো কনভেনশনের মানদণ্ডের সহিত বৈসাদৃশ্যপূর্ণ এএনও সম্পর্কে আইসিএও-কে অবহিতকরণ

৪৩। পেটেন্টের ব্যবহার

৪৪। অব্যাহতি, ইত্যাদি

৪৫। বিধি প্রণয়নের ক্ষমতা

৪৬। বিধির কার্যকারিতা

৪৭। এএনও প্রণয়নের ক্ষমতা

৪৮। রহিতকরণ ও হেফাজত

৪৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text