বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭

( ২০১৭ সনের ১৯ নং আইন )

কৃষি ও কারিগরি গবেষণার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি, উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে গবেষণা পরিচালনার জন্য Bangladesh Rice Research Institute Act, 1973 রহিতপূর্বক সময়োপযোগী করিয়া উহা পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু কৃষি ও কারিগরি গবেষণার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি, উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে গবেষণা পরিচালনার জন্য Bangladesh Rice Research Institute Act, 1973 (Act No. X of 1973) রহিতপূর্বক সময়োপযোগী করিয়া উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। ইনস্টিটিউট প্রতিষ্ঠা

৪। ইনস্টিটিউটের কার্যালয় ও কেন্দ্র

৫। ইনস্টিটিউটের কার্যাবলি

৬। কাউন্সিল কর্তৃক প্রদত্ত নির্দেশনা প্রতিপালন

৭। বোর্ড গঠন

৮। বোর্ডের কার্যাবলি

৯। বোর্ডের সভা

১০। মহাপরিচালক

১১। পরিচালক, উপদেষ্টা ও পরামর্শক

১২। কর্মচারী নিয়োগ

১৩। তহবিল

১৪। বাজেট

১৫। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৬। প্রতিবেদন

১৭। কমিটি

১৮। ঋণ গ্রহণের ক্ষমতা

১৯। চুক্তি সম্পাদন

২০। বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা

২১। গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ

২২। ফেলোশিপ প্রদান

২৩। ক্ষমতা অর্পণ

২৪। জনসেবক

২৫। বিধি প্রণয়নের ক্ষমতা

২৬। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৭। রহিতকরণ ও হেফাজত

২৮। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text