বোর্ডের কার্যাবলি
৮। বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
(১) গবেষণার বিষয়বস্তু নির্ধারণ;
(২) ইনস্টিটিউটের কার্যাবলির তত্ত্বাবধান এবং দিক নির্দেশনা প্রদান;
(৩) ইনস্টিটিউটের নীতিগত বিষয়ে সিদ্ধান্ত প্রদান;
(৪) ইনস্টিটিউটের প্রস্তাবিত নীতিমালা এবং কর্মপরিকল্পনা অনুমোদন;
(৫) সরকারের নিকট হইতে বা অন্য কোন উৎস হইতে অনুদান গ্রহণের প্রস্তাব অনুমোদন;
(৬) ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন;
(৭) সরকারের অনুমোদনের জন্য প্রস্তাবিত বাজেটের অনুমোদন;
(৮) ফেলোশিপ প্রদানের প্রস্তাব অনুমোদন;
(৯) বিদেশে উচ্চ শিক্ষা বা গবেষণার জন্য আর্থিক সহায়তার প্রস্তাব অনুমোদন;
(১০) প্রকল্প অনুমোদন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs