স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭

( ২০১৭ সনের ২১ নং আইন )

Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 রহিতক্রমে যুগোপযোগী করিয়া উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) দ্বারা ১৯৮২ সনের ২৪ মার্চ হইতে ১৯৮৬ সনের ১১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারীকৃত অধ্যাদেশসমূহের অনুমোদন ও সমর্থন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ তফসিলের ১৯ অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ায় সিভিল আপিল নং ৪৮/২০১১ তে সুপ্রীমকোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৮৬ (১৯৮৬ সনের ১ নং আইন) বাতিল ঘোষিত হওয়ায় উক্ত অধ্যাদেশসমূহের কার্যকারিতা লোপ পায়; এবং
 
 
 
 
যেহেতু ২০১৩ সনের ৭ নং আইন দ্বারা উক্ত অধ্যাদেশসমূহের মধ্যে কতিপয় অধ্যাদেশ কার্যকর রাখা হয়; এবং
 
 
 
যেহেতু উক্ত অধ্যাদেশসমূহের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত অধ্যাদেশসমূহ সকল স্টেক-হোল্ডার ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বা বিভাগের মতামত গ্রহণ করিয়া প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনক্রমে বাংলায় নূতন আইন প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; এবং
 
 
 
যেহেতু সরকারের উপরি-বর্ণিত সিদ্ধান্তের আলোকে Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (Ordinance No. II of 1982) রহিতক্রমে যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। স্থাবর সম্পত্তি অধিগ্রহণের জন্য প্রাথমিক নোটিশ জারি

৫। অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তি

৬। অধিগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

৭। স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ প্রদান

৮। জেলা প্রশাসক কর্তৃক রোয়েদাদ প্রস্তুত

৯। ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়াবলি

১০। ক্ষতিপূরণ নির্ধারণে যে সকল বিষয় বিবেচ্য নয়

১১। ক্ষতিপূরণ প্রদান

১২। বর্গাদারকে ক্ষতিপূরণ প্রদান

১৩। অধিগ্রহণ এবং দখল গ্রহণ

১৪। অধিগ্রহণ কার্যক্রম বাতিল অথবা প্রত্যাহার

১৫। ঘর-বাড়ি অথবা ইমারতের আংশিক অধিগ্রহণ

১৬। বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ

১৭। অধিগ্রহণকৃত জমি বেসরকারি প্রত্যাশী ব্যক্তি বা সংস্থার নিকট হস্তান্তর

১৮। কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থ পুনরুদ্ধার

১৯। অধিগ্রহণকৃত স্থাবর সম্পত্তি ব্যবহার

২০। স্থাবর সম্পত্তি হুকুমদখল

২১। আদেশ সংশোধন

২২। জেলা প্রশাসক কর্তৃক রোয়েদাদ প্রস্তুত

২৩। ক্ষতিপূরণ প্রদান

২৪। হুকুমদখলকৃত স্থাবর সম্পত্তির বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির নিকট হইতে অর্থ আদায়

২৫। হুকুমদখলকৃত স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ

২৬। হুকুমদখল অবমুক্তকরণ

২৭। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে উচ্ছেদ

২৮। ক্যান্টনমেন্ট এলাকায় প্রযোজ্য নয়

২৯। আরবিট্রেটর নিয়োগ

৩০। আরবিট্রেটরের নিকট আবেদন

৩১। শুনানির নোটিশ

৩২। কার্যধারার পরিধি

৩৩। ক্ষতিপূরণ নির্ধারণে আরবিট্রেটরের কর্মপদ্ধতি

৩৪। আরবিট্রেটর কর্তৃক ধার্যকৃত রোয়েদাদ

৩৫। মামলার ব্যয়

৩৬। আরবিট্রেটর কর্তৃক ধার্যকৃত রোয়েদাদের বিরুদ্ধে আপিল

৩৭। অতিরিক্ত ক্ষতিপূরণ প্রদান

৩৮। ২০০১ সনের ১ নং আইনের অপ্রযোজ্যতা

৩৯। জেলা প্রশাসক এবং আরবিট্রেটরের দেওয়ানি আদালতের কতিপয় ক্ষমতা

৪০। প্রবেশ এবং পরিদর্শনের ক্ষমতা

৪১। তথ্য সংগ্রহের ক্ষমতা

৪২। নোটিশ ও আদেশ জারি

৪৩। দণ্ড

৪৪। দখল সমর্পণের ক্ষেত্রে বলপ্রয়োগ

৪৫। স্ট্যাম্প ডিউটি ও ফিস হইতে অব্যাহতি

৪৬। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

৪৭। মামলা দায়েরের ক্ষেত্রে বিধি-নিষেধ

৪৮। ক্ষমতা অর্পণ

৪৯। বিধি প্রণয়নের ক্ষমতা

৫০। রহিতকরণ ও হেফাজত

৫১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ