বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭

( ২০১৭ সনের ২২ নং আইন )

গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং তদ্‌সংশ্লিষ্ট বিষয়ের উপর গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইন

যেহেতু গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং তদ্‌সংশ্লিষ্ট বিষয়ের উপর গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং এতদ্‌সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। ইনস্টিটিউট প্রতিষ্ঠা

৪। ইনস্টিটিউটের কার্যালয় ও কেন্দ্র

৫। ইনস্টিটিউটের কার্যাবলি

৬। কাউন্সিল কর্তৃক প্রদত্ত নির্দেশনা প্রতিপালন

৭। বোর্ড গঠন

৮। বোর্ডের কার্যাবলি

৯। বোর্ডের সভা

১০। মহাপরিচালক

১১। পরিচালক

১২। কর্মচারী নিয়োগ

১৩। তহবিল

১৪। বাজেট

১৫। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৬। প্রতিবেদন

১৭। কমিটি

১৮। ঋণ গ্রহণের ক্ষমতা

১৯। চুক্তি সম্পাদন

২০। বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা

২১। গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ

২২। ফেলোশিপ প্রদান

২৩। ক্ষমতা অর্পণ

২৪। জনসেবক

২৫। বিধি প্রণয়নের ক্ষমতা

২৬। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৭। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গম গবেষণা কেন্দ্র এবং ভুট্টা শাখার বিলোপ, ইত্যাদি

২৮। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text