বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭

( ২০১৭ সনের ২৩ নং আইন )

Bangladesh Atomic Energy Commission Order, 1973 রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণক্রমে বাংলাদেশে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, উন্নয়ন, প্রসার, তদ্‌সংশ্লিষ্ট গবেষণা কর্ম, সেবা, শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং এতদ্‌সংশ্লিষ্ট বিষয়াদি সম্পাদনের জন্য Bangladesh Atomic Energy Commission Order, 1973 (P. O. No. 15 of 1973) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মের ধারাবাহিকতা রক্ষার্থে এবং যুগোপযোগী আকারে একটি আইন পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল, যথা:-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। কমিশন প্রতিষ্ঠা

৫। কমিশনের কার্যালয়

৬। কমিশন গঠন

৭। চেয়ারম্যান ও সদস্যগণের নিয়োগ, মেয়াদ ও পদত্যাগ

৮। প্রধান নির্বাহী

৯। কমিশনের সভা

১০। কমিশনের কার্যাবলি

১১। পরিচালক (অর্থ) ও পরিচালক (প্রশাসন)

১২। বিশেষজ্ঞ কমিটি

১৩। কমিশন কর্তৃক আন্তর্জাতিক যোগাযোগ

১৪। সরকার কর্তৃক প্রদত্ত আদেশ, নির্দেশনা বাস্তবায়ন

১৫। আবিষ্কার, উদ্ভাবন, ইত্যাদি

১৬। কোম্পানি গঠন

১৭। বাজেট

১৮। কমিশনের প্রতিবেদন

১৯। কমিশনের বিজ্ঞানী ও কর্মচারী নিয়োগ

২০। কমিশনের তহবিল

২১। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২২। গোপনীয়তা

২৩। জনসেবক

২৪। ক্ষমতা অর্পণ

২৫। বিধি প্রণয়নের ক্ষমতা

২৬। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৭। রহিতকরণ ও হেফাজত

২৮। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text