বিদ্যুৎ আইন, ২০১৮

( ২০১৮ সনের ৭ নং আইন )

বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, সরবরাহ ও বিতরণ খাতের উন্নয়ন, সংস্কার সাধন, উন্নত গ্রাহক সেবা প্রদান এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে Electricity Act, 1910 রহিতপূর্বক সংশোধন করিয়া পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, সরবরাহ ও বিতরণ খাতের উন্নয়ন, সংস্কার সাধন, উন্নত গ্রাহক সেবা প্রদান এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে Electricity Act, 1910 (Act No. IX of 1910) রহিতপূর্বক সংশোধন করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। বিদ্যুৎ খাতের উন্নয়ন

৫। ইন্ডিপেনডেন্ট সিস্টেম অপারেটর প্রতিষ্ঠা

৬। পূর্তকর্ম

৭। বিদ্যুৎ লাইন বা প্ল্যান্ট পরিবর্তন

৮। ভূগর্ভস্থ নর্দমা, পাইপ বা বিদ্যমান বিদ্যুৎ সরবরাহ লাইন বা পূর্তকর্মের সন্নিকটে বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন

৯। ভগ্ন রাস্তা, রেলপথ, ভূগর্ভস্থ নর্দমা, পয়ঃনালী, সুরঙ্গপথ মেরামত

১০। টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাদানকারী সংস্থাকে নোটিশ প্রদান।

১১। এরিয়্যাল লাইন স্থাপন

১২। ক্ষতিপূরণ

১৩। পথের অধিকার (right of way)

১৪। ভূমি অধিগ্রহণ

১৫। বিদ্যুৎ সংযোগ

১৬। একই মানের বিদ্যুৎ সরবরাহে লাইসেন্সির বাধ্যবাধকতা

১৭। মিটার স্থাপন, সংরক্ষণ, ইত্যাদি

১৮। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ

১৯। প্রবেশাধিকার এবং ফিটিংস ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি অপসারণের ক্ষমতা

২০। বিদ্যুৎ পুনঃসংযোগ১৯। প্রবেশাধিকার এবং ফিটিংস ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি অপসারণের ক্ষমতা

২১। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার

২২। অগ্রিম বিল প্রদান

২৩। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা

২৪। বিদ্যুৎ সরবরাহ লাইন বা অন্যবিধ যন্ত্রপাতি ক্রোক হইতে অব্যাহতি

২৫। আন্তঃ ইউটিলিটি বিদ্যুৎ স্থানান্তরে মিটার ব্যবহার

২৬। সরবরাহ এলাকার বাহিরে বিদ্যুৎ সরবরাহ

২৭। রেলপথ, হাইওয়ে, বিমানবন্দর, জনপথ, খাল, ডক, ঘাট ও জেটি এবং পাইপ সুরক্ষা

২৮। টেলিগ্রাফ, টেলিফোন, ইন্টারনেট বা বিদ্যুৎ-চুম্বকীয় সংকেত প্রদানকারী লাইনের সংরক্ষণ

২৯। দুর্ঘটনার নোটিশ ও তদন্ত

৩০। ভূমির সহিত সংযোগে বিধি-নিষেধ এবং সরকারের হস্তক্ষেপ

৩১। প্রধান বিদ্যুৎ পরিদর্শক এবং বিদ্যুৎ পরিদর্শক

৩২। বিদ্যুৎ চুরির দণ্ড

৩৩। কৃত্রিম পদ্ধতি স্থাপনের দণ্ড

৩৪। বিদ্যুৎ অপচয় করিবার দণ্ড

৩৫। বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরি, অপসারণ বা বিনষ্ট করিবার দণ্ড

৩৬। চুরিকৃত মালামাল দখলে রাখিবার দণ্ড

৩৭। অবৈধ, ত্রুটিযুক্ত বিদ্যুৎ সরবরাহ করিবার দণ্ড

৩৮। মিটার, পূর্তকর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিদ্যুতের অননুমোদিত ব্যবহারের দণ্ড

৩৯। বিদ্যুৎ স্থাপনা অনিষ্ট সাধনের দণ্ড

৪০। অন্যান্য অপরাধের দণ্ড

৪১। অপরাধ সংঘটনে সহায়তার দণ্ড

৪২। অপরাধ সংশ্লিষ্ট বস্তু বাজেয়াপ্ত

৪৩। বিদ্যুৎ কর্মচারীদের অপরাধের দণ্ড

৪৪। একই অপরাধ পুনরায় সংঘটনের দণ্ড

৪৫। দণ্ডাদেশ অন্য দায়কে হ্রাস করিবে না

৪৬। তল্লাশি

৪৭। মামলা দায়ের

৪৮। কতিপয় মামলা দায়েরের ক্ষেত্রে করণীয়

৪৯। বিচার, ইত্যাদি

৫০। অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা, ইত্যাদি

৫১। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ

৫২। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

৫৩। বিরোধ নিষ্পত্তি

৫৪। বকেয়া অর্থ আদায়

৫৫। শৃঙ্খলা-বাহিনীর সহায়তা গ্রহণ

৫৬। বিশেষ ক্ষমতা

৫৭। অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা

৫৮। অসুবিধা দূরীকরণার্থে সরকারের ক্ষমতা

৫৯। বিধি প্রণয়ণের ক্ষমতা

৬০। রহিতকরণ ও হেফাজত

৬১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text