বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন, ২০১৮

( ২০১৮ সনের ৮ নং আইন )

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সার্বিক উন্নয়ন, পরিচালনা ও বিকাশের লক্ষ্যে বিধান প্রণয়নের নিমিত্ত প্রণীত আইন

যেহেতু জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সার্বিক উন্নয়ন, পরিচালনা ও বিকাশের লক্ষ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 
 

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। এই আইন অতিরিক্ত গণ্য হওয়া

৪। জোন ঘোষণা

৫। ইয়ার্ড স্থাপন

৬। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ

৭। আন্তর্জাতিক মান সংরক্ষণ

৮। বোর্ড প্রতিষ্ঠা

৯। বোর্ডের কার্যালয়

১০। বোর্ডের গঠন

১১। বোর্ডের কার্যাবলি ও ক্ষমতা

১২। সভা

১৩। বোর্ডের মহাপরিচালক

১৪। বোর্ডের কর্মচারী

১৫। পরিদর্শন

১৬। প্রবেশ, রেকর্ডপত্র যাচনা, জিজ্ঞাসাবাদ, ইত্যাদির ক্ষমতা

১৭। পরিবেশের সুরক্ষা

১৮। শ্রমিকের কর্ম শ্রেণি-বিন্যাস

১৯। শ্রমিকদের প্রশিক্ষণ ও নিয়োগ

২০। বীমা ও ক্ষতিপূরণ

২১। বার্ষিক প্রতিবেদন

২২। বোর্ডের তহবিল

২৩। বাজেট

২৪। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২৫। অনুমতি ব্যতিরেকে ইয়ার্ড স্থাপন করিবার দণ্ড

২৬। অনাপত্তি সনদ ব্যতিরেকে পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে জাহাজ আমদানি বা স্থানীয়ভাবে সংগ্রহ করিবার দণ্ড

২৭। ছাড়পত্র ব্যতিরেকে জাহাজ সৈকতায়ন ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ করিবার দণ্ড

২৮। জাল সার্টিফিকেট বা কাগজপত্র উপস্থাপন বা দাখিল করিবার দণ্ড

২৯। জোনের বাইরে কোন ইয়ার্ড নির্মাণ বা পরিচালনা করিবার দণ্ড

৩০। বোর্ডের আদেশ, ইত্যাদি লঙ্ঘনের দণ্ড

৩১। দ্বিতীয়বার বা পৌনঃপুনিক অপরাধ সংঘটনের দণ্ড

৩২। অনুমতি বাতিল এবং মালামাল আটক

৩৩। আটক করিবার ক্ষমতা

৩৪। অপরাধের বিচার, জামিনযোগ্যতা, অ-আমলযোগ্যতা ও আপসযোগ্যতা

৩৫। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

৩৬। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ

৩৭। অপরাধ বিচারার্থ গ্রহণ

৩৮। ওয়ান স্টপ সার্ভিস

৩৯। জরুরি ভিত্তিতে জাহাজ সৈকতায়ন সম্পর্কিত বিশেষ বিধান

৪০। ইয়ার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রতিবেদন দাখিল

৪১। কমিটি

৪২। ক্ষমতা অর্পণ

৪৩। জনসেবক

৪৪। বিধি প্রণয়নের ক্ষমতা

৪৫। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৪৬। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ