শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ণ ইনস্টিটিউট আইন, ২০১৮

( ২০১৮ সনের ১৪ নং আইন )

দেশের সম্ভাবনাময় যুবদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে ক্ষমতায়ন করা এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে যুবদের নিয়োজিত করিবার নিমিত্ত গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান এবং এতদসংক্রান্ত আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনা করিবার উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় ও আধুনিক মানসম্পন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন
যেহেতু দেশের সম্ভাবনাময় যুবদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে ক্ষমতায়ন করা এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে যুবদের নিয়োজিত করিবার নিমিত্ত গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান এবং এতদসংক্রান্ত আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনা করিবার উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় ও আধুনিক মানসম্পন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজন;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন

২। সংজ্ঞা

৩। ইনস্টিটিউট প্রতিষ্ঠা

৪। ইনস্টিটিউটের কার্যালয়

৫। ইনস্টিটিউটের কার্যাবলি

৬। ইনস্টিটিউটের উপদেষ্টা

৭। পরিচালনা ও প্রশাসন

৮। নির্বাহী কাউন্সিল গঠন

৯। নির্বাহী কাউন্সিলের সভা

১০। নির্বাহী কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি

১১। একাডেমিক কাউন্সিল গঠন, ইত্যাদি

১২। একাডেমিক কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি

১৩। ইনস্টিটিউটের পাঠদান

১৪। ডিগ্রি প্রদানের ক্ষমতা

১৫। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ক্ষমতা

১৬। মহাপরিচালক

১৭। রেজিস্ট্রার

১৮। কর্মচারী নিয়োগ

১৯। কমিটি

২০। তহবিল

২১। বাজেট

২২। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২৩। প্রতিবেদন

২৪। ক্ষমতা অর্পণ

২৫। বিধি প্রণয়নের ক্ষমতা

২৬। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৭। রহিতকরণ ও হেফাজত