সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ
৪। কতিপয় ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রহিত
৭। পুলিশ কমিশনারের নিয়োগ, ইত্যাদি
১১। বাহিনীর প্রশাসনে পুলিশ কমিশনারের আদেশ প্রদানের ক্ষমতা
১৩। পুলিশ অফিসারের সার্বক্ষণিক কর্তব্যরত থাকা
১৪। অধস্তন অফিসারের পদত্যাগ, ইত্যাদি
১৫। পুলিশ অফিসারের সাধারণ দায়িত্ব
১৬। জনগণ এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রতি পুলিশ অফিসারের কর্তব্য
১৭। রাস্তায় পুলিশ অফিসারের কর্তব্য
১৮। পুলিশ অফিসারের আইনসঙ্গত নির্দেশ মান্য করা
১৯। নির্দেশ কার্যকরকরণে পুলিশ অফিসারের ক্ষমতা
২০। তথ্য সরবরাহে পুলিশ অফিসারের ক্ষমতা
২১। সন্দেহভাজন ব্যক্তিকে রাস্তায় তল্লাশি করিবার বিষয়ে পুলিশ অফিসারের ক্ষমতা
২২। ধারা ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ ও ৩৩ এর অধীন প্রদত্ত নির্দেশ ও বিজ্ঞপ্তি কার্যকর
২৩। বেওয়ারিশ সম্পত্তির দায়িত্ব গ্রহণ ও বিলিবণ্টন
২৫। অসুস্থ ও অক্ষম জীবজন্তু নিধন
২৬। পরিমাপযন্ত্র ও দাড়িপাল্লা তল্লাশি, পরীক্ষা ও আটক করিবার ক্ষমতা
২৭। রাস্তায় প্রতিবন্ধক নির্মাণের কর্তৃত্বদান
২৮। জনসাধারণকে নির্দেশ প্রদানের ক্ষমতা
৩০। জনস্বার্থে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধকরণ
৩১। জনস্বার্থে কোনো রাস্তা বা স্থান সংরক্ষিত রাখা
৩২। জনস্বার্থে যানবাহন সরবরাহের নির্দেশ প্রদান
৩৩। জনস্বার্থে গান-বাজনা ইত্যাদি নিয়ন্ত্রণ
৩৪। জনস্বার্থে দাঙ্গা, ইত্যাদি বন্ধ করা
৩৫। জনস্বার্থে চিত্তবিনোদনের স্থানে ও জনসভায় গোলযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
৩৭। কতিপয় স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন
৩৯। অপরাধ করিতে উদ্যোগী ব্যক্তিদের অপসারণ
৪০। কতিপয় অপরাধের জন্য দণ্ড ভোগকারী ব্যক্তির অপসারণ
৪১। ধারা ৩৮, ৩৯ ও ৪০ এর অধীন প্রদত্ত নির্দেশের মেয়াদ
৪২। ধারা ৩৮, ৩৯ ও ৪০ এর অধীন আদেশ জারির পূর্বে কৈফিয়তদানের সুযোগ প্রদান
৪৪। পুলিশ কমিশনার বা সরকারের কতিপয় আদেশের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা যাইবে না
৪৫। মহানগরী এলাকা ত্যাগ করিতে ব্যর্থতা এবং অপসারণের পর পুনঃপ্রবেশ সম্পর্কে অনুসরণীয় কর্মপন্থা
৪৬। সহায়ক পুলিশ অফিসার হিসাবে কাজ করিতে অস্বীকৃতি জ্ঞাপনের দণ্ড
৪৭। মিথ্যা বিবৃতি, ইত্যাদির জন্য দণ্ড
৪৮। পুলিশ অফিসারের অসদাচরণের দণ্ড
৫০। সনদপত্র, প্রভৃতি ফেরত প্রদানে গাফিলতি বা অস্বীকৃতি জ্ঞাপনের দণ্ড
৫১। পুলিশ অফিসার কর্তৃক বেআইনি প্রবেশ ও তল্লাশির দণ্ড
৫২। বিরক্তিকর তল্লাশি, আটক, ইত্যাদির জন্য দণ্ড
৫৩। পুলিশ অফিসার কর্তৃক ব্যক্তিগত হামলা, ভীতি প্রদর্শন, ইত্যাদির দণ্ড
৫৪। নির্দিষ্ট মেয়াদের অতিরিক্ত হাজতে আটক রাখিবার দণ্ড
৫৫। অবৈধভাবে পুলিশ পোশাক ব্যবহারের দণ্ড
৫৭। ধারা ২৮ এর অধীন প্রদত্ত নির্দেশ লঙ্ঘনের দণ্ড
৫৮। ধারা ২৯ এর অধীন প্রদত্ত নিষেধাজ্ঞা লঙ্ঘনের দণ্ড
৫৯। ধারা ৩০ এর অধীন প্রদত্ত আদেশ লঙ্ঘনের দণ্ড
৬০। ধারা ৩১ এর অধীন প্রদত্ত নিষেধাজ্ঞা লঙ্ঘনের দণ্ড
৬১। ধারা ৩৩ এর অধীন প্রদত্ত আদেশ লঙ্ঘনের দণ্ড
৬২। ধারা ৩৮, ৩৯ বা ৪০ এর অধীন প্রদত্ত আদেশ লঙ্ঘনের দণ্ড
৬৩। কতিপয় ক্ষেত্রে মহানগরীতে বিনানুমতিতে প্রবেশের দণ্ড
৬৪। পুলিশ অফিসারের নির্দেশ পালনে ব্যর্থ হইবার দণ্ড
৬৫। পথে গাড়ি চালনায় এবং ট্রাফিক প্রবিধান ভঙ্গ করিবার দণ্ড
৬৬। অননুমোদিত স্থানে গাড়ি রাখিবার দণ্ড
৬৭। ফুটপাতে বিঘ্ন সৃষ্টির দণ্ড
৬৮। রাস্তায় বা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে বিঘ্ন সৃষ্টির দণ্ড
৬৯। প্রবিধান ভঙ্গ করিয়া বিক্রয়ের জন্য মালামাল রাখিবার দণ্ড
৭০। রাস্তায় বা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে জন্তু ছাড়িয়া রাখিবার দণ্ড
৭১। বিক্রয় বা ভাড়ার উদ্দেশ্যে পশু বা যানবাহন রাস্তায় রাখিবার দণ্ড
৭২। রাস্তায় বা সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থানে গাড়ি তৈরি বা মেরামত করিবার দণ্ড
৭৩। রাস্তা বা সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থানে গৃহ নির্মাণ সরঞ্জাম ও অন্যান্য বস্তু রাখিবার দণ্ড
৭৪। অননুমোদিত স্থানে পশু জবাই বা পশুর মৃতদেহ পরিষ্কার করিবার দণ্ড
৭৫। পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহবান করিবার দণ্ড
৭৬। প্রকাশ্যে অশালীন ব্যবহারের দণ্ড
৭৭। মহিলাদের উত্যক্ত করিবার দণ্ড
৭৮। রাস্তায় যাত্রীদের বাধাদান বা উত্যক্ত করিবার দণ্ড
৭৯। শান্তি ভঙ্গের উস্কানিদানের উদ্দেশ্যে দুর্ব্যবহারের দণ্ড
৮০। গান বাজনা বা প্রদর্শনী, ইত্যাদির দণ্ড
৮১। রাস্তা বা উহার নিকটে মূত্র বা মল ত্যাগ করিবার দণ্ড
৮২। ভিক্ষাবৃত্তি বা কুৎসিত অসুস্থতা প্রদর্শনের দণ্ড
৮৩। অননুমোদিত স্থানে গোসল বা ধোলাই করিবার দণ্ড
৮৪। বিজ্ঞপ্তি অমান্য করিয়া ধূমপান করা বা থুথু নিক্ষেপের দণ্ড
৮৫। ইচ্ছাকৃতভাবে অনধিকার প্রবেশের দণ্ড
৮৬। অগ্নিকাণ্ডের মিথ্যা সংকেত প্রদান অথবা সংকেত যন্ত্রের ক্ষতির দণ্ড
৮৭। সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে সন্দেহজনক চলাফেরার দণ্ড
৮৮। কর্তৃত্ব ব্যতীত অস্ত্র বহনের দণ্ড
৮৯। সন্তোষজনক কারণ প্রদর্শন ব্যতিরেকে সম্পত্তি দখলে রাখিবার দণ্ড
৯০। হাসপাতাল প্রভৃতি স্থানে মদ, ইত্যাদি লইয়া প্রবেশ করিবার দণ্ড
৯১। বন্ধকগ্রহীতা বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক চোরাই সম্পত্তি সম্পর্কে পুলিশকে খবর না দেওয়ার দণ্ড
৯২। গলাইয়া ফেলা, ইত্যাদির দণ্ড
৯৪। জনসাধারণের প্রমোদাগারে উচ্ছৃঙ্খল আচরণ করিবার সুযোগ প্রদানের দণ্ড
৯৫। প্রবেশ টিকেট অতিরিক্ত মূল্যে বিক্রয়ের দণ্ড
৯৬। রাস্তায় গবাদি পশু ছাড়িয়া দেওয়ার অথবা কাহারও সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিতে দেওয়ার দণ্ড
৯৭। দালান প্রভৃতির সৌন্দর্য বিনষ্ট করিয়া বিজ্ঞাপন, ইত্যাদি লাগাইবার দণ্ড
৯৮। আগুন জ্বালানো, বন্দুকের গুলি বর্ষণ বা আতশবাজি পোড়াইবার দণ্ড
১০০। প্রতিষ্ঠান, ইত্যাদির অপরাধ
১০২। বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা
১০৪। কতিপয় ক্ষেত্রে পুলিশ অফিসারের দণ্ড প্রদানের ক্ষমতা
১০৫। অন্যান্য আইনের অধীন ব্যবস্থা গ্রহণ ব্যাহত হইবে না
১০৬। ফরম বা পদ্ধতির ত্রুটির জন্য প্রবিধান, আদেশ, ইত্যাদি বেআইনি হইবে না
১০৮। পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ
১১০। স্বাক্ষর সিল মোহরাঙ্কিত করা
১১১। মহানগরী এলাকা কর্তন বা বর্ধিতকরণে সরকারের ক্ষমতা
SCHEDULE |