তৃতীয় অধ্যায়
Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর সংশোধন
Ordinance No. XXXVI of 1984 এর section 82BB এর সংশোধন
২৪। উক্ত Ordinance এর section 82BB এর-
(ক) sub-section (4) এর-
(অ) clause (a) এর “sixty” শব্দটির পরিবর্তে “ninety” শব্দটি প্রতিস্থাপিত হইবে;
(আ) clause (b) এর proviso এর “six” শব্দটির পরিবর্তে “nine” শব্দটি প্রতিস্থাপিত হইবে;
(খ) sub-section (7) এর proviso এর clause (b) এর sub-clause (v) এর প্রান্তস্থিত ফুলস্টপ এর পরিবর্তে “; and” সেমিকোলন ও শব্দ প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন clause (c) সংযোজিত হইবে, যথা:-
“(c) the assessee has complied with the provisions of sections 75A, 108 and 108A.”।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs