চতুর্থ অধ্যায়
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ২৪ এর সংশোধন
৫০। উক্ত আইনের ধারা ২৪ এর উপ-ধারা (১) এর দফা (ঘ) এ উল্লিখিত “সকল ব্যাংক” শব্দগুলির পর “, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন, স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি, অডিট এন্ড একাউন্টিং ফার্ম এবং ক্রেডিট রেটিং এজেন্সি এর” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs