চতুর্থ অধ্যায়
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ২৬খ এর সংশোধন
৫১। উক্ত আইনের ধারা ২৬খ এর উপ-ধারা (৫) এ উল্লিখিত “এই ধারার বিধান কার্যকর করার” শব্দগুলির পরিবর্তে “উপ-ধারা (৩) ও (৪) এর অধীন কর নির্ধারণের” শব্দগুলি, হাইফেন, বন্ধনীগুলি ও সংখ্যাগুলি প্রতিস্থাপিত হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs