চতুর্থ অধ্যায়
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২ নং আইনের ‘দ্বিতীয় তফসিল’ এর সংশোধন
৫৩। উক্ত আইনের দ্বিতীয় তফসিলের অনুচ্ছেদ ৭ এর দফা (জ) এর প্রান্তস্থিত ‘দাড়ি (।)’ এর পরিবর্তে ‘সেমিকোলন (;)’ প্রতিস্থাপিত হইবে এবং অত:পর নিম্নরূপ নূতন দফা (ঝ) সংযোজিত হইবে, যথা:-
“(ঝ) জমি বিক্রয় বা হস্তান্তর এবং উহার নিবন্ধন (ভূমি উন্নয়ন সংস্থা ও ভবন নির্মাণ সংস্থা ব্যতীত)।”
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs