বালাইনাশক আমদানি, উৎপাদন, পুনঃউৎপাদন, বিক্রয়, বিতরণ ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং এতদ্সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে Pesticides Ordinance, 1971 রহিতক্রমে পরিমার্জনপূর্বক সময়োপযোগী করিয়া উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু বালাইনাশক আমদানি, উৎপাদন, পুনঃউৎপাদন, বিক্রয়, বিতরণ ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং এতদ্সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে Pesticides Ordinance, 1971 (Ordinance No. II of 1971) রহিতক্রমে পরিমার্জনপূর্বক সময়োপযোগী করিয়া উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৩। এই আইনের বিধানাবলীর অতিরিক্ততা
৫। বালাইনাশক নিবন্ধনের জন্য আবেদন ও নিবন্ধন প্রদান
৯। বালাইনাশক আমদানি, উৎপাদন, ইত্যাদির জন্য লাইসেন্স
১০। লাইসেন্সের জন্য আবেদন ও লাইসেন্স প্রদান
১৫। আমদানি নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণ
১৬। লেবেল ব্যবহারে বাধ্যবাধকতা
১৭। বালাইনাশকের সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করিবার ক্ষমতা, ইত্যাদি
১৮। বালাইনাশক সংরক্ষণ এবং ব্যবহার
১৯। বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি
২৩। পরীক্ষা ও বিশ্লেষণের ফলাফল প্রকাশনা
২৭। প্রবেশ, তল্লাশী এবং জব্দকরণ
২৮। ক্রয়কারী কর্তৃক বালাইনাশক বিশ্লেষণ বা পরীক্ষা
২৯। প্যাকেজে চিহ্নিত গুণাগুণবিহীন বালাইনাশক বিক্রয়, ইত্যাদির দণ্ড
৩০। উৎপাদনকারী কর্তৃক ডিলারকে মিথ্যা নিশ্চয়তা (wঅর্রন্ট্য্) প্রদানের দণ্ড
৩২। আদালত কর্তৃক বাজেয়াপ্তকরণের ক্ষমতা
৩৩। অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার
Authentic English Text |