বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৮

( ২০১৮ সনের ২৫ নং আইন )

Bangladesh Industrial Enterprises (Nationalization) Order, 1972 রহিতক্রমে পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু Bangladesh Industrial Enterprises (Nationalization) Order, 1972 (P.O.No. 27 of 1972) রহিতক্রমে পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। কর্পোরেশনসমূহের ধারাবাহিকতা অব্যাহত রাখা

৪। কর্পোরেশনের কার্যালয়

৫। সাধারণ পরিচালনা

৬। পরিচালনা পর্ষদ গঠন

৭। প্রধান নির্বাহী

৮। পরিচালনা পর্ষদের সভা

৯। কর্মচারী নিয়োগ, ইত্যাদি

১০। বিশেষজ্ঞ, উপদেষ্টা, ইত্যাদি নিয়োগ

১১। শিল্পপ্রতিষ্ঠান সরকার কর্তৃক হস্তান্তর

১২। শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারের ক্ষমতা

১৩। কর্পোরেশন কর্তৃক শিল্প প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ

১৪। কতিপয় শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্পোরেশনের করণীয়

১৫। কর্পোরেশনের অনুমোদিত মূলধন

১৬। বাজেট

১৭। কর্পোরেশনের অর্থ ব্যয়

১৮। ঋণ গ্রহণ

১৯। কমিটি গঠন

২০। হিসাব ও নিরীক্ষা

২১। বার্ষিক প্রতিবেদন

২২। কর্পোরেশনের অবসায়ন

২৩। বিধি প্রণয়নের ক্ষমতা

২৪। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৫। সম্পদ, দায়, কর্মচারী স্থানান্তরে সরকারের ক্ষমতা

২৬। ক্ষমতা অর্পণ

২৭। রহিতকরণ ও হেফাজত

২৮। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

SCHEDULE