খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮

( ২০১৮ সনের ৩২ নং আইন )

Khulna Development Authority Ordinance, 1961 রহিতপূর্বক যুগোপযোগী করিয়া নূতনভাবে প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু Khulna Development Authority Ordinance, 1961 (Ordinance No. II of 1961) রহিতপূর্বক যুগোপযোগী করিয়া নূতনভাবে প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৪। কর্তৃপক্ষের কার্যালয়

৫। কর্তৃপক্ষ গঠন, ইত্যাদি

৬। কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি

৭। চেয়ারম্যান এবং সার্বক্ষণিক সদস্য নিয়োগ, মেয়াদ, অপসারণ, ইত্যাদি

৮। কর্তৃপক্ষের সভা

৯। পরামর্শ ও সহযোগিতা

১০। কমিটি গঠন

১১। মহাপরিকল্পনা প্রণয়ন

১২। মহাপরিকল্পনা সংশোধন

১৩। মহাপরিকল্পনা সম্পর্কে মামলা করিবার উপর বিধি-নিষেধ

১৪। মহাপরিকল্পনার পরিপন্থি ভূমি ব্যবহারের অনুমতি

১৫। নিয়ন্ত্রিত এলাকা ঘোষণা

১৬। সংরক্ষিত এলাকা ঘোষণা

১৭। উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন

১৮। উন্নয়ন প্রকল্প সংশোধন

১৯। কতিপয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের উপর বিধি-নিষেধ

২০। মধ্য ও স্বল্প মেয়াদী উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন

২১। স্থানীয় পরিকল্পনা

২২। ভূমি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা এবং ইমারত পরিবর্তন বা অপসারণ

২৩। ক্ষতিপূরণ ও পুনর্বাসন

২৪। রাস্তার প্রশস্ততা

২৫। স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন ভূমি ও ইমারত ন্যস্তকরণ

২৬। সমাপ্ত প্রকল্পের অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থার নিকট ন্যস্তকরণ

২৭। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন প্রকল্প বা সম্পত্তি হস্তান্তর

২৮। ভূমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষমতা

২৯। ভূমি অধিগ্রহণের ক্ষমতা

৩০। ভূমি বিলি-বন্দেজ

৩১। উন্নয়ন কর ধার্যের ক্ষমতা

৩২। তহবিল

৩৩। রাজস্ব তহবিল হইতে মূলধনী তহবিলে এবং মূলধনী তহবিল হইতে রাজস্ব তহবিলে অর্থ স্থানান্তর

৩৪। সিটি কর্পোরেশন ও পৌরসভার নিকট হইতে প্রাপ্ত অনুদান

৩৫। বার্ষিক বাজেট

৩৬। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

৩৭। বকেয়া আদায়

৩৮। প্রতিবেদন

৩৯। ঋণ গ্রহণের ক্ষমতা

৪০। কর্তৃপক্ষের সচিব

৪১। কর্মচারী নিয়োগ

৪২। জনসেবক

৪৩। মহাপরিকল্পনার পরিপন্থি ভূমি ব্যবহারের দণ্ড

৪৪। ইমারত নির্মাণ, কৃত্রিম জলাধার খনন, পাহাড় বা টিলা কাটা, ইত্যাদি বিষয়ে বিধি-নিষেধ

৪৫। নিচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাধারের পানি প্রবাহে বাধাগ্রস্তের উপর বিধি-নিষেধ

৪৬। খেলার মাঠ, উন্মুক্ত মাঠ, উদ্যান এবং প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তন

৪৭। সীমানা প্রাচীর, ইত্যাদি অপসারণ করিবার দণ্ড

৪৮। ইমারত বা দেয়াল অপসারণ না করিবার দণ্ড

৪৯। অবৈধ নির্মাণ অপসারণ

৫০। অননুমোদিত নির্মাণাধীন স্থাপনা অপসারণ ও উহাতে বসবাসকারীদের উচ্ছেদ

৫১। কর্তৃপক্ষের কার্য সম্পাদনে বাধা প্রদান বা চিহ্ন অপসারণ নিষিদ্ধ

৫২। চেয়ারম্যান, সদস্য , সচিব বা কোনো কর্মচারী কর্তৃক কর্তৃপক্ষের শেয়ার, স্বার্থ বা চুক্তিতে অংশগ্রহণে বিধি-নিষেধ

৫৩। অন্য কোনো সংস্থা বা কর্তৃপক্ষ কর্তৃক ইমারত নির্মাণের অনুমতি প্রদানের উপর বিধি-নিষেধ

৫৪। ক্ষতিপূরণ প্রদান না করা

৫৫। অপরাধ বিচারার্থ গ্রহণ

৫৬। বিচার, ইত্যাদি

৫৭। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

৫৮। মোবাইল কোর্টের এখতিয়ার

৫৯। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

৬০। বিরোধ নিষ্পত্তি

৬১। প্রবেশাধিকার

৬২। ক্ষমতা অর্পণ

৬৩। ক্ষতিপূরণ প্রদানে কর্তৃপক্ষের সাধারণ ক্ষমতা

৬৪। দেওয়ানী আদালতের এখতিয়ার বহির্ভূত

৬৫। বিধি প্রণয়নের ক্ষমতা

৬৬। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৬৭। রহিতকরণ ও হেফাজত

৬৮। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ