সপ্তম অধ্যায়
                            
                            
                        
                    
                    
                        
                            
                            অপরাধ, দণ্ড, বিচার, ইত্যাদি
                            
                            
                        
                    
                 
            
            
            
                
                    
                    
                    
                    
                    
                    
                        
                        
                        
                        
                        
                         মহাপরিকল্পনার পরিপন্থি ভূমি ব্যবহারের দণ্ড
                        
                        
                    
                    
                
            
            
                
                ৪৩। যদি কোনো ব্যক্তি মহাপরিকল্পনায় চিহ্নিত বা উল্লিখিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভূমি ব্যবহার করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) লক্ষা টকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। 
                
                
                
                
                
                
            
         
        
        
            
        
        
        
        
    
    
    
        
        Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division 
        Ministry of Law, Justice and Parliamentary Affairs