বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আইন, ২০১৮

( ২০১৮ সনের ৩৫ নং আইন )

Bangladesh Agricultural Development Corporation Ordinance, 1961 রহিতক্রমে উহার বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতন আইন প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা নিশ্চিত করিবার জন্য সার, সেচ, বীজ ও উদ্যান উন্নয়ন সংক্রান্ত কৃষি উপকরণ ও যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় দ্রব্যাদির উৎপাদন, সংগ্রহ, মেরামত প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, গুদামজাতকরণ এবং কৃষক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা আবশ্যক; এবং
 
 
 
যেহেতু Bangladesh Agricultural Development Corporation Ordinance, 1961 (E.P. Ordinance No. XXXVII of 1961) রহিতক্রমে উহার বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। কর্পোরেশন প্রতিষ্ঠা

৫। পরিচালনা ও প্রশাসন

৬। পরিচালনা পর্ষদ গঠন

৭। পর্ষদের সভা

৮। চেয়ারম্যান

৯। পরিচালক

১০। চেয়ারম্যান এবং পরিচালকগণের অযোগ্যতা, অপসারণ ইত্যাদি

১১। কার্যাবলি

১২। সাধারণ ক্ষমতা

১৩। ভূমি ব্যবহার সম্পর্কিত ক্ষমতা

১৪। যোগাযোগ উন্নয়ন বিষয়ক ক্ষমতা

১৫। ভূমি জরিপ এবং উহার ব্যয় নির্বাহের ক্ষমতা

১৬। প্রবেশাধিকারের ক্ষমতা

১৭। সরকার কর্তৃক কর্পোরেশনের উপর ক্ষমতা ও কার্যাবলি অর্পণ বা ন্যস্তকরণ

১৮। ফি বা চার্জ ধার্য ও আদায়

১৯। পরিকল্পনা প্রণয়ন

২০। কার্যক্রম, কর্মসূচি বা প্রকল্প

২১। কার্যক্রম, কর্মসূচি বা প্রকল্প এলাকায় কর্পোরেশনের ক্ষমতা এবং কার্যাবলি

২২। কার্যক্রম, কর্মসূচি বা প্রকল্প এলাকা পরিত্যাগ

২৩। সমন্বিত কার্যক্রম, কর্মসূচি বা প্রকল্পে অন্তর্ভুক্তি

২৪। সহায়ক সংগঠন

২৫। ভূমি অধিগ্রহণ

২৬। কর্পোরেশনের তহবিল

২৭। বাজেট

২৮। আদেশ অমান্য করা

২৯। নোটিশ অগ্রাহ্যের প্রেক্ষিতে কর্পোরেশন কর্তৃক কার্যাদি সম্পাদনের ক্ষমতা

৩০। সীমানা প্রাচীর, ইত্যাদি ক্ষতিগ্রস্ত বা অপসারণের দণ্ড

৩১। ঠিকাদারকে বাধা প্রদান বা কোনো চিহ্ন অপসারণের দণ্ড

৩২। অননুমোদিত চাষাবাদ, ইত্যাদির দণ্ড

৩৩। জবর দখল বা অনুপ্রবেশের ক্ষেত্রে কর্পোরেশনের ক্ষমতা

৩৪। অপরাধের প্রেক্ষিতে কর্পোরেশনের অতিরিক্ত ক্ষমতা

৩৫। কর্পোরেশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হইবার জন্য ক্ষতিপূরণ

৩৬। অপরাধ বিচারার্থ গ্রহণ

৩৭। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ

৩৮। বাণিজ্যিক কার্যক্রম ও লেনদেন

৩৯। ক্ষতিপূরণ প্রদানে কর্পোরেশনের সাধারণ ক্ষমতা

৪০। পাওনা অর্থ আদায়

৪১। হিসাব ও নিরীক্ষা

৪২। বার্ষিক প্রতিবেদন

৪৩। ক্ষমতা অর্পণ

৪৪। জনসেবক

৪৫। কর্মচারী নিয়োগ, ইত্যাদি

৪৬। বিধি প্রণয়নের ক্ষমতা

৪৭। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৪৮। রহিতকরণ ও হেফাজত