বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮

( ২০১৮ সনের ৩৬ নং আইন )

বরেন্দ্র এলাকার সার্বিক উন্নয়ন এবং তদ্‌সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ আনুষঙ্গিক অন্যান্য কার্য সম্পন্ন করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন

যেহেতু বরেন্দ্র এলাকার সার্বিক উন্নয়ন এবং তদসংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ আনুষঙ্গিক অন্যান্য কার্য সম্পন্ন করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৪। কর্তৃপক্ষর কার্যালয়

৫। বরেন্দ্র এলাকা ঘোষণা

৬। সাধারণ পরিচালনা ও প্রশাসন

৭। কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি

৮। উপদেষ্টা পরিষদ গঠন ও উহার দায়িত্ব

৯। উপদেষ্টা পরিষদের সভা

১০। পরিচালনা বোর্ড

১১। পরিচালনা বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি

১২। পরিচালনা বোর্ডের সভা

১৩। চেয়ারম্যান

১৪। নির্বাহী পরিচালক

১৫। সচিব

১৬। কর্মচারী নিয়োগ, ইত্যাদি

১৭। তহবিল

১৮। বাজেট

১৯। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২০। প্রতিবেদন

২১। ক্ষমতা অর্পণ

২২। কমিটি

২৩। ঋণ গ্রহণের ক্ষমতা

২৪। বিধি প্রণয়নের ক্ষমতা

২৫। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৬। রহিতকরণ ও হেফাজত

২৭। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text