প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২৯। (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য এক বা একাধিক নির্বাচনী বোর্ড থাকিবে।
(২) নির্বাচনী বোর্ডের গঠন ও কার্যাবলি সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।
(৩) নির্বাচনী বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট ঐকমত্য না হইলে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য 1[আচার্যের] নিকট প্রেরণ করিতে হইবে এবং সেই ক্ষেত্রে 2[আচার্যের] সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।