কৃষি বিপণন আইন, ২০১৮

( ২০১৮ সনের ৪৪ নং আইন )

জাতীয় অর্থনীতি শক্তিশালীকরণের উদ্দেশ্যে কৃষক, উৎপাদক, কৃষি ব্যবসায়ী ও ভোক্তা সহায়ক কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু জাতীয় অর্থনীতি শক্তিশালীকরণের উদ্দেশ্যে কৃষক, উৎপাদক, কৃষি ব্যবসায়ী ও ভোক্তা সহায়ক কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। কৃষি বিপণন অধিদপ্তরের কার্যাবলি

৫। প্রজ্ঞাপিত বাজার

৬। গুদাম ও হিমাগারের লাইসেন্স

৭। রপ্তানিকারক, আমদানিকারক, ইত্যাদি কর্তৃক লাইসেন্স গ্রহণ

৮। লাইসেন্সের মেয়াদ, নবায়ন ও ফি

৯। লাইসেন্স হস্তান্তর নিষিদ্ধ

১০। লাইসেন্স স্থগিত ও বাতিলকরণ

১১। মজুতকৃত পণ্যের সংরক্ষণ ও ব্যবস্থাপনা

১২। আপদকালীন পণ্য সরবরাহ

১৩। পরিদর্শনকালে লাইসেন্স প্রদর্শন

১৪। কমিটি

১৫। প্রজ্ঞাপিত শস্য ঘোষণা

১৬। মার্কেট চার্জ ও ভাড়া নির্ধারণ

১৭। বাজার তথ্য

১৮। অন্যান্য কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ

১৯। অপরাধ ও দণ্ড

২০। প্রতিষ্ঠান কর্তৃক অপরাধ সংঘটন

২১। অপরাধ বিচারার্থ গ্রহণ

২২। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

২৩। তদন্ত, বিচারের পদ্ধতি, ইত্যাদি

২৪। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচার

২৫। দণ্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা

২৬। মোবাইল কোর্টের এখতিয়ার

২৮। বিধি প্রণয়নের ক্ষমতা

২৭। বিরোধ মীমাংসা

২৯। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩০। তপশিল সংশোধন

৩১। রহিতকরণ ও হেফাজত

৩২। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

SCHEDULE

Authentic English Text

Authentic English Text