জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮

( ২০১৮ সনের ৪৯ নং আইন )

National Sports Council Act, 1974 রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতন আইন প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু National Sports Council Act, 1974 (Act No. LVII of 1974) রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। পরিষদ প্রতিষ্ঠা

৪। পরিষদের কার্যাবলি

৫। ক্রীড়া সংস্থা ও স্থানীয় ক্রীড়া সংস্থার স্বীকৃতি প্রদান

৬। ক্রীড়া ঘোষণা

৭। সাধারণ পরিষদ গঠন

৮। চেয়ারম্যান

৯। ভাইস-চেয়ারম্যান

১০। সাধারণ পরিষদের সভা ও কার্যাবলি

১১। সাধারণ পরিচালনা ও প্রশাসন

১২। কার্যনির্বাহী কমিটি

১৩। কার্যনির্বাহী কমিটির সভা

১৪। সচিব

১৫। কোষাধ্যক্ষ

১৬। কর্মচারী নিয়োগ

১৭। তহবিল

১৮। বাজেট

১৯। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২০। প্রতিবেদন

২১। এ্যাডহক কমিটি নিয়োগ, ইত্যাদি

২২। কতিপয় সংস্থার সভাপতি নিয়োগে সরকারের ক্ষমতা

২৩। জাতীয় ক্রীড়া সংস্থার দায়িত্ব

২৪। সরকারের নির্দেশনা প্রদানের ক্ষমতা

২৫। তপশিল সংশোধনের ক্ষমতা

২৬। বিধি প্রণয়নের ক্ষমতা

২৭। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৮। রহিতকরণ ও হেফাজত

২৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

SCHEDULE