প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮

( ২০১৮ সনের ৪৯ নং আইন )

সাধারণ পরিষদের সভা ও কার্যাবলি
১০। (১) প্রতি দুই বছরে সাধারণ পরিষদের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে এবং সভার সময়, স্থান ও উহার কার্যপদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
 
(২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সাধারণ পরিষদের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা : -
 
(ক) কার্যনির্বাহী কমিটির কার্যক্রমকে গতিশীল করিবার জন্য পরামর্শ প্রদান;
 
(খ) নীতি নির্ধারণের বিষয়ে পরামর্শ প্রদান;
 
(গ) বার্ষিক আয় ও ব্যয়ের অডিট প্রতিবেদন, বার্ষিক কর্ম পরিকল্পনা ও ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনার পর্যালোচনা ও উক্ত বিষয়ে পরামর্শ প্রদান;
 
(ঘ) অন্যান্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs