প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮

( ২০১৮ সনের ৪৯ নং আইন )

1[নির্বাহী পরিচালক]

১৪। (১) পরিষদের একজন 2[নির্বাহী পরিচালক] থাকিবেন।

 

(২)  3[নির্বাহী পরিচালক] সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরিকৃত হইবে।

 

(৩) 4[নির্বাহী পরিচালক] পরিষদের সার্বক্ষণিক কর্মচারী হইবেন এবং তিনি পরিষদ ও কার্যনির্বাহী কমিটি কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন।

 

(৪) 5[নির্বাহী পরিচালকের] পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নবনিযুক্ত 6[নির্বাহী পরিচালক] কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি 7[নির্বাহী পরিচালকের] দায়িত্ব পালন করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs