কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮

( ২০১৮ সনের ৫২ নং আইন )

সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন, বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশের গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছানোর উদ্দেশ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট গঠন ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন, বেসরকারি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশের গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছানোর উদ্দেশ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট গঠন ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। ট্রাস্ট প্রতিষ্ঠা

৪। কমিউনিটি ক্লিনিক স্থাপন

৫। ট্রাস্টের কার্যালয়

৬। সাধারণ পরিচালনা ও প্রশাসন

৭। ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য

৮। ট্রাস্টের উপদেষ্টা পরিষদ

৯। ট্রাস্টি বোর্ড গঠন

১০। ট্রাস্টের দায়িত্ব ও কার্যাবলি

১১। সমন্বয় ও তদারকি

১২। কমিটি গঠন

১৩। ট্রাস্টি বোর্ডের সভা

১৪। ট্রাস্টের তহবিল

১৫। ব্যবস্থাপনা পরিচালক

১৬। ট্রাস্টের কর্মচারী

১৭। বাজেট

১৮। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

১৯। প্রতিবেদন

২০। ক্ষমতা অর্পণ

২১। বিধি প্রণয়নের ক্ষমতা

২২। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৩। নীতিমালা প্রণয়নের ক্ষমতা

২৪। হেফাজত

২৫। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

Authentic English Text

Authentic English Text