ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮

( ২০১৮ সনের ৫৬ নং আইন )

Standards of Weights and Measures Ordinance, 1982 রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতনভাবে আইন প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) দ্বারা ১৯৮২ সালে ২৪ মার্চ হইতে ১৯৮৬ সালে ১১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারিকৃত অধ্যাদেশসমূহের অনুমোদন ও সমর্থন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ তপশিলের ১৯ অনুচ্ছেদ বিলুপ্ত হয় এবং সিভিল আপিল নং ৪৮/২০১১ তে সুপ্রীমকোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৮৬ (১৯৮৬ সনের ১ নং আইন) বাতিল ঘোষিত হওয়ায় উক্ত অধ্যাদেশসমূহের কার্যকারিতা লোপ পায়; এবং
 
 
 
যেহেতু ২০১৩ সনের ৭ নং আইন দ্বারা উক্ত অধ্যাদেশসমূহের মধ্যে কতিপয় অধ্যাদেশ কার্যকর রাখা হয়; এবং
 
 
 
যেহেতু উক্ত অধ্যাদেশসমূহের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত অধ্যাদেশসমূহ সকল স্টেক-হোল্ডার ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ করিয়া প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বাংলায় নূতনভাবে আইন প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; এবং
 
 
 
যেহেতু সরকারের উপরি-বর্ণিত সিদ্ধান্তের আলোকে, Standards of Weights and Measures Ordinance, 1982 (Ordinance No. XII of 1982) রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতনভাবে আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। আন্তর্জাতিক পদ্ধতির ভিত্তি একক (Base unit)

৫। ওজন বা পরিমাপের সম্পূরক, লব্ধ, বিশেষ এবং অন্যান্য একক

৬। ভিত্তি এককসমূহের জাতীয় মানদণ্ড

৭। পরিমাপনের সেকেন্ডারি মানদণ্ড একক

৮। ওজন ও পরিমাপনের মানদণ্ড

৯। প্রচলিত ওজন ও পরিমাপনকে পরিমাপনের মানদণ্ডে রুপান্তর

১০। রেফারেন্স মানদণ্ড

১১। সেকেন্ডারি মানদণ্ড

১২। প্রচলিত মানদণ্ড

১৩। ওজন বা পরিমাপনের মানদণ্ড যন্ত্র

১৪। পরিদর্শক কর্তৃক সত্যতা প্রতিপাদন এবং সিলমোহর প্রদান

১৫। ওজন ও পরিমাপন পরিদর্শন ও সত্যতা প্রতিপাদনের ক্ষমতা

১৬। আবদ্ধ মোড়ক ও ধারণপাত্রের অভ্যন্তরস্থ বস্তু পরিদর্শন এবং প্রতিপাদনের ক্ষমতা

১৭। ওজন এবং পরিমাপন উপযোগীকরণের ক্ষমতা

১৮। উৎপাদনকারী, মোড়কজাতকারী, ইত্যাদি কর্তৃক রেকর্ড ও দলিলপত্র সংরক্ষণ

১৯। প্রবেশ, ইত্যাদির ক্ষমতা

২০। মডেল অনুমোদন

২১। ওজন বা পরিমাপন উৎপাদন করিবার লাইসেন্স

২২। ওজন বা পরিমাপনে অনুমোদিত মডেলের নম্বর ধারণ, ইত্যাদি

২৩। এলপিজি ফিলিং স্টেশন, পাম্প, ইত্যাদি

২৪। পণ্য মোড়কজাতকরণ

২৫। সনদ বা, ক্ষেত্রমত, নিবন্ধন ব্যতীত ওজন বা পরিমাপন যন্ত্র মেরামত, সরবরাহ, আমদানি, রপ্তানি বা ক্রমাঙ্কন সংক্রান্ত কার্যক্রম নিষিদ্ধ

২৬। মানদণ্ডবিহীন ওজন বা পরিমাপন যন্ত্র বা অন্যান্য পণ্য রপ্তানির অনুমতি প্রদানের শর্তাদি

২৭। মেট্রিক পদ্ধতির ওজন বা পরিমাপন যন্ত্র আমদানি

২৮। মানদণ্ড ওজন ও পরিমাপন ব্যতীত অন্য কোনো ওজন বা পরিমাপনের ব্যবহার নিষিদ্ধ

২৯। ওজন বা পরিমাপের মানদণ্ড এককে নির্ণিত পরিমাণ হইতে ভিন্ন পরিমাণ গ্রহণ বা দাবি নিষিদ্ধ, ইত্যাদি

৩০। ইমারত ও স্থাপনা তৈরি বা মেরামত করিবার ক্ষেত্রে সিডিউলে বা ব্রুশিয়ারে উল্লিখিত বা ঘোষিত পরিমাপ অনুসরণ

৩১। বাণিজ্যিক ওজন বা পরিমাপনের উপর মানদণ্ড এককসহ পরিমাণ ঘোষণা

৩২। স্ট্যাম্পবিহীন বাণিজ্যিক ওজন বা পরিমাপন বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ

৩৩। ধারা ৮(৪) লঙ্ঘনের দণ্ড

৩৪। ধারা ৮(৫) লঙ্ঘনের দণ্ড

৩৫। ধারা ১০, ১১ এবং ১২ লঙ্ঘনের দণ্ড

৩৬। ধারা ১৮ লঙ্ঘনের দণ্ড

৩৭। ধারা ২০ লঙ্ঘনের দণ্ড

৩৮। ধারা ২১ লঙ্ঘনের দণ্ড

৩৯। ধারা ২২ লঙ্ঘনের দণ্ড

৪০। ধারা ২৩ লঙ্ঘনের দণ্ড

৪১। ধারা ২৪ লঙ্ঘনের দণ্ড

৪২। ধারা ২৫ লঙ্ঘনের দণ্ড

৪৩। ধারা ২৬ লঙ্ঘনের দণ্ড

৪৪। ধারা ২৭ লঙ্ঘনের দণ্ড

৪৫। ধারা ২৮ লঙ্ঘনের দণ্ড

৪৬। ধারা ২৯ লঙ্ঘনের দণ্ড

৪৭। ধারা ৩০ লঙ্ঘনের দণ্ড

৪৮। ধারা ৩২ লঙ্ঘনের দণ্ড

৪৯। ধারা ৬৭ লঙ্ঘনের দণ্ড

৫০। সীলমোহর জালকরণের দণ্ড, ইত্যাদি

৫১। কতিপয় ক্ষেত্রে অনুমান করা

৫২। যেক্ষেত্রে দণ্ডের বিধান নির্দিষ্ট নহে

৫৩। কর্মচারীর ছদ্মবেশ গ্রহণের দণ্ড

৫৪। দায়িত্ব পালনে বাধা প্রদানের দণ্ড

৫৫। মিথ্যা তথ্য বা বিবরণ প্রদানের দণ্ড

৫৬। অপরাধ পুনঃসংঘটনের দণ্ড

৫৭। অপরাধ বিচারার্থে গ্রহণ

৫৮। অপরাধের বিচার

৫৯। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ

৬০। অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা

৬১। বিভিন্ন অপরাধের মীমাংসা

৬২। ব্যয় বহন

৬৩। কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

৬৪। এই আইনের অধীনে সংঘটিত অপরাধের ক্ষেত্র

৬৫। অসৎ উদ্দেশ্যে কার্য, ইত্যাদির দণ্ড

৬৬। জরিপ ও পরিসংখ্যান

৬৭। ওজন বা পরিমাণ বা সংখ্যামান, মানদণ্ড এককের পরিভাষা ব্যতীত, ভিন্নভাবে উদ্ধৃত করা, ইত্যাদি নিষিদ্ধ

৬৮। মানদণ্ড একক নহে এইরূপ একক কোনো দলিলে উল্লেখ না করা

৬৯। প্রশিক্ষণ

৭০। আপিল

৭১। ফিস নির্ধারণ

৭২। বিধি প্রণয়নের ক্ষমতা

৭৩। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৭৪। রহিতকরণ ও হেফাজত

তফসিল

SCHEDULE