মানসিক স্বাস্থ্য আইন, ২০১৮

( ২০১৮ সনের ৬০ নং আইন )

শত বছরের পুরোনো আইনের প্রাসঙ্গিকতা ও সময়োপযোগিতা হ্রাস পাওয়ায় The Lunacy Act, 1912 রহিতক্রমে যুগোপযোগী করিয়া নূতনভাবে প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্য সেবা প্রদান, মর্যাদার সুরক্ষা, সম্পত্তির অধিকার ও পুনর্বাসন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করিবার জন্য The Lunacy Act, 1912 (Act No. IV of 1912) রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া নূতনভাবে একটি আইন প্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বরা নিম্নরূপ আইন করা হইল, যথা :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা

৫। মানসিক স্বাস্থ্য রিভিউ ও মনিটরিং কমিটি গঠন

৬। মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির অধিকার

৭। মানসিক হাসপাতাল স্থাপন

৮। লাইসেন্স (Licence)

৯। মানসিক হাসপাতাল পরিদর্শন, তল্লাশি ও জব্দ

১০। জরিমানা আরোপের ক্ষমতা

১১। মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার্থে ভর্তি

১২। স্বেচ্ছায় ভর্তির প্রক্রিয়া

১৩। অপ্রতিবাদী রোগী ভর্তির প্রক্রিয়া

১৪। অনিচ্ছুক রোগীর ভর্তি প্রক্রিয়া

১৫। ফৌজদারি অপরাধে অভিযুক্ত মানসিক রোগী ভর্তি প্রক্রিয়া

১৬। ভর্তিকৃত রোগীর ছাড়পত্র প্রদান প্রক্রিয়া

১৭। মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার অধিকার

১৮। মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির পুনর্বাসন

১৯। মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্র স্থাপন ও পরিচালনা

২০। মানসিক অবস্থার বিচারিক অনুসন্ধান

২১। মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির অভিভাবকত্ব

২২। মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির সম্পত্তি রক্ষণাবেক্ষণ

২৩। অপরাধ ও দণ্ড

২৪। অপরাধ আমলে গ্রহণ, বিচার, ইত্যাদি

২৫। মোবাইল কোর্টের ক্ষমতা

২৬। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

২৭। ক্ষমতা অর্পণ

২৮। কমিটি গঠন

২৯। বিধি প্রণয়নের ক্ষমতা

৩০। রহিতকরণ ও হেফাজত

৩১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ