প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮

( ২০১৮ সনের ৬১ নং আইন )

সংক্রামক রোগ
৪। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সংক্রামক রোগ অর্থে নিম্নবর্ণিত রোগসমূহ অন্তর্ভুক্ত হইবে, যথা:-
 
(ক) ম্যালেরিয়া;
 
(খ) কালাজ্বর;
 
(গ) ফাইলেরিয়াসিস;
 
(ঘ) ডেঙ্গু;
 
(ঙ) ইনফ্লুয়েঞ্জা;
 
(চ) এভিয়ান ফ্লু;
 
(ছ) নিপাহ;
 
(জ) অ্যানথ্রাক্স;
 
(ঝ) মারস-কভ (MERS-CoV);
 
(ঞ) জলাতংক;
 
(ট) জাপানিস এনকেফালাইটিস;
 
(ঠ) ডায়রিয়া;
 
(ড) যক্ষা;
 
(ঢ) শ্বাসনালির সংক্রমণ;
 
(ণ) এইচআইভি;
 
(ত) ভাইরাল হেপাটাইটিস;
 
(থ) টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগসমূহ;
 
(দ) টাইফয়েড;
 
(ধ) খাদ্যে বিষক্রিয়া;
 
(ন) মেনিনজাইটিস;
 
(প) ইবোলা;
 
(ফ) জিকা;
 
(ব) চিকুনগুণিয়া; এবং
 
(ভ) সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঘোষিত কোনো নবোদ্ভূত বা পুনরুদ্ভূত (Emerging or Reemerging) রোগসমূহ।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs