বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮

( ২০১৮ সনের ৬৬ নং আইন )

Technical Education Act, 1967 রহিতক্রমে যুগোপযোগী করিয়া নূতনভাবে প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু Technical Education Act, 1967 (Act No. 1 of 1967) রহিতক্রমে যুগোপযোগী করিয়া নূতনভাবে আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বোর্ড প্রতিষ্ঠা

৪। বোর্ডের কার্যালয়

৫। পরিচালনা ও প্রশাসন

৬। পরিচালনা পর্ষদ

৭। পরিচালনা পর্ষদের সভা

৮। বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি

৯। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ স্বীকৃতি প্রদান, ইত্যাদি

১০। পরিদর্শন

১১। জবাবদিহিতা

১২। চেয়ারম্যান নিয়োগ এবং তাহার ক্ষমতা ও দায়িত্ব

১৩। সচিব

১৪। কর্মচারী নিয়োগ, ইত্যাদি

১৫। কমিটি গঠন

১৬। পরামর্শক নিয়োগ

১৭। তহবিল

১৮। বাজেট

১৯। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২০। বার্ষিক প্রতিবেদন

২১। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশিক্ষকগণের চাকরির সাধারণ শর্তাবলি

২২। জনসেবক

২৩। অবসর গ্রহণের বয়স

২৪। ক্ষমতা অর্পণ

২৫। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কোর্সের ধরন, মেয়াদ, মান ও যোগ্যতা সনদ নির্ধারণ

২৬। তপশিল সংশোধনের ক্ষমতা

২৭। বিধি প্রণয়নের ক্ষমতা

২৮। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৯। রহিতকরণ ও হেফাজত

৩০। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

SCHEDULE

Authentic English Text

Authentic English Text