প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মৎস্য সঙ্গনিরোধ আইন, ২০১৮

( ২০১৮ সনের ৬৮ নং আইন )

তৃতীয় অধ্যায়

আমদানি

কন্টেইনার স্থানান্তর
১২। মৎস্য সঙ্গনিরোধ কর্মকর্তা পরীক্ষাধীন মৎস্য, মৎস্যপণ্য, উপকারী জীবাণু বা প্যাকিং দ্রব্যাদি তাহার অনুমতি ব্যতীত স্থানান্তরিত করা যাইবে না বা কোনো কন্টেইনার খোলা যাইবে না:
 
তবে শর্ত থাকে যে, শুল্ক কর্মকর্তার কার্য নির্বাহের জন্য উক্ত বিধানটি শিথিলযোগ্য হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs