উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, ২০১৯

( ২০১৯ সনের ৬ নং আইন )

উদ্ভিদের জাত সংরক্ষণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, উদ্ভিদের জাত সংরক্ষণ, নিবন্ধন, প্রজননবিদ ও কৃষকের অধিকার সংরক্ষণ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

    যেহেতু কৃষি উন্নয়ন ও জাতীয় খাদ্য নিরাপত্তায় কৃষক ও প্রজননবিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ;

 

          যেহেতু উদ্ভিদের গবেষণা, জাতের উন্নয়ন, বীজ উৎপাদন, ব্যবহার, বিতরণ, বিপণন, রপ্তানি এবং প্রজনন ও জাত সংরক্ষণের সুফল কৃষকদের নিকট কার্যকরভাবে পৌঁছাইয়া দেওয়ার জন্য উৎসাহ, নির্দেশনা ও সহায়তা প্রদান করা প্রয়োজন;

 

          যেহেতু সরকারি এবং বেসরকারি খাতে জাত উন্নয়ন ও প্রজনন কর্মকাণ্ডে প্রজননবিদ ও কৃষকের উদ্ভিদের কৌলিসম্পদ সংরক্ষণে অবদানের স্বীকৃতি প্রদান করা সমীচীন;

 

    যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) এর সদস্য এবং বাংলাদেশ বাণিজ্য সম্পর্কিত বিষয়াবলির মেধা স্বত্বাধিকার (Trade Related Aspects of Intellectual Property Rights) সংক্রান্ত চুক্তি মানিয়া চলিতে অঙ্গীকারাবদ্ধ; এবং

 

    যেহেতু জীববৈচিত্র্য কনভেনশন (Convention on Biological Diversity) এবং খাদ্য ও কৃষির জন্য উদ্ভিদের কৌলিসম্পদ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি মানিয়া চলিতে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ; এবং

 

    যেহেতু উপরি-উক্ত বিষয়সমূহ বিবেচনাপূর্বক একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, উদ্ভিদের জাত সংরক্ষণ, নিবন্ধন, প্রজননবিদ ও কৃষকের অধিকার সংরক্ষণ এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 

    সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৫। কর্তৃপক্ষের কার্যালয়

৬। কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি

৭। সাধারণ পরিচালনা ও প্রশাসন 

৮। পরিচালনা বোর্ড গঠন 

৯। বোর্ডের সভা, ইত্যাদি 

১০। কর্তৃপক্ষের চেয়ারম্যান

১১। চেয়ারম্যানের দায়-দায়িত্ব

১২। কর্তৃপক্ষের রেজিস্ট্রার

১৩। কর্মচারী নিয়োগ

১৪। উদ্ভিদের গণ ও প্রজাতি নির্ধারণ, ইত্যাদি

১৫। উদ্ভিদের জাত সংরক্ষণ নিবন্ধন, ইত্যাদি

১৬। নিবন্ধনের জন্য আবেদনকারীর যোগ্যতা, ইত্যাদি

১৭। নিবন্ধনের জন্য আবেদনকারীর অযোগ্যতা  

১৮। আবেদনের অগ্রগণ্যতা

১৯। উদ্ভিদের জাত সংরক্ষণের শর্তাবলি, ইত্যাদি  

২০। সংরক্ষিত জাতের নামকরণ, ইত্যাদি

২১। প্রজননবিদের অধিকার, ইত্যাদি

২২। প্রজননবিদের অধিকারের মেয়াদ, অধিকার স্থগিত, বাতিল, ইত্যাদি

২৩। কৃষক অধিকার 

২৪। ব্যক্তি, সমিতি বা প্রতিষ্ঠানের অধিকার, ইত্যাদি

২৫। স্বীকৃতিসনদ, পুরস্কার, ইত্যাদি

২৬। অপরাধ ও দণ্ড 

২৭। কোম্পানি কর্তৃক সংঘটিত অপরাধ

২৮। তদন্ত ও বিচার

২৯। অপরাধ বিচারার্থ গ্রহণ

৩০। অপরাধের অ-আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

৩১। ক্ষতিপূরণ

৩২। কর্তৃপক্ষের তহবিল

৩৩। ঋণ গ্রহণের ক্ষমতা

৩৪। বাজেট

৩৫। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

৩৬। বার্ষিক প্রতিবেদন 

৩৭। বিধি প্রণয়নের ক্ষমতা।

৩৮। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ।

Authentic English Text

Authentic English Text