প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

উদ্ভিদের জাত সংরক্ষণ আইন, ২০১৯

( ২০১৯ সনের ৬ নং আইন )

পঞ্চম অধ্যায়

অপরাধ, দণ্ড, তদন্ত, বিচার, ইত্যাদি

অপরাধ বিচারার্থ গ্রহণ

২৯।  Code of Criminal Procedure, 1898  এ যাহা কিছুই থাকুক না কেন, নির্ধারিত পদ্ধতিতে চেয়ারম্যান বা চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত ব্যক্তির লিখিত অভিযোগ ব্যতীত, কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ বিচারার্থ গ্রহণ করিবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs