বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯

( ২০১৯ সনের ৭ নং আইন )

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠা এবং এতদ্‌সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে  বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

    যেহেতু বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠা এবং এতদ্‌সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 

    সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল, যথা:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। পরিষদ প্রতিষ্ঠা

৪। পরিষদের কার্যালয়

৫। পরিষদের কার্যাবলি

৬। পরিষদের পরিচালনা

৭। পরিচালনা বোর্ড গঠন।

৮। পরিচালনা বোর্ডের সভা

৯। নির্বাহী কমিটি

১০। নির্বাহী কমিটির সভা।

১১। নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলি

১২। নির্বাহী সচিব

১৩। নির্বাহী সচিবের দায়িত্ব ও কর্তব্য 

১৪। কর্মচারী নিয়োগ

১৫। কমিটি গঠন

১৬। তহবিল 

১৭। বাজেট

১৮। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

১৯। প্রতিবেদন।

২০। ক্ষমতা অর্পণ

২১। বিধি প্রণয়নের ক্ষমতা

২২। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৩। রহিতকরণ ও হেফাজত

২৪। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ