প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯

( ২০১৯ সনের ৭ নং আইন )

পরিচালনা বোর্ড গঠন।
 

৭।   (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা :-

 

 

 

(ক) মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যিনি পরিচালনা বোর্ডের সভাপতিও হইবেন;

 

 

 

(খ) প্রতিমন্ত্রী, যদি থাকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যিনি পরিচালনা বোর্ডের সহ-সভাপতিও হইবেন;

 

 

 
 

(গ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়;

 

 

 

(ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়;

 

 

 

(ঙ) সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়;

 

 

 

(চ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;

 

 

 

(ছ) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়;

 

 

 

(জ) মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়;

 

 

 

(ঝ) মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো;

 

 

 

(ঞ) মহাপরিচালক সমাজ সেবা অধিদপ্তর;

 

 

 

(ট) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর;

 

 

 

(ঠ) ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন;

 

 

 

(ড) ব্যবস্থাপনা পরিচালক, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট;

 

 

 

(ঢ) পরিচালক, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ^বিদ্যালয়;

 

 

 

(ণ) প্রতিটি জেলা হইতে সরকার কর্তৃক মনোনীত ০১ (এক) জন করিয়া বিশিষ্ট সমাজকর্মী যাহাদের মধ্যে অন্যূন ২০ (বিশ) জন মহিলা হইবেন;

 

 

 

(ত) খ্যাতিমান সমাজকর্মী অথবা সমাজকল্যাণ বিষয়ে খ্যাতিসম্পন্ন গবেষক, লেখক বা শিক্ষকগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন শষ্টবিনিাগরিক যাহাদের মধ্যে অন্যূন ০২ (দুই) জন মহিলা হইবেন; এবং

 

 

 

(থ) নির্বাহী সচিব, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, যিনি পরিচালনা বোর্ডের সদস্য-সচিবও হইবেন।

 

 

 

(২) উপ-ধারা (১) এর দফা (ণ) ও (ত) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ০৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন :

 

 

 

 

 

তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোনো সময় কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে অব্যাহতি প্রদান করিতে পারিবে এবং কোনো মনোনীত সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবে।

 

 

 

(৩) পরিচালনা বোর্ডের মনোনীত সদস্যের পদ শূন্য হইবে, যদি-

 

 

 

(ক) তিনি মৃত্যুবরণ করেন; অথবা

 

 

 

(খ) তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন; অথবা

 

 

 

(গ) তিনি মেয়াদ শেষ হইবার পূর্বে কারণ দর্শানো ব্যতিরেকেসরকার কর্তৃক অপসারিত হন; অথবা

 

 

 

(ঘ) তাহার সদস্য হিসাবে মনোনয়নের মেয়াদ ০৩ (তিন) বৎসর অতিক্রান্ত হয় অথবা কোনো শূন্য পদের বিপরীতে অবশিষ্ট মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হন এবং উক্ত অবশিষ্ট মেয়াদ অতিক্রান্ত হয়; অথবা

 

 

 

(ঙ) তিনি বাংলাদেশের নাগরিক না থাকেন; অথবা

 

 

 

(চ) তিনি পরিচালনা বোর্ডের সভাপতির অনুমতি গ্রহণ ব্যতিরেকে পর পর ০৩ (তিন) টি সভায় অনুপস্থিত থাকেন; অথবা

 

 

 

(ছ) তিনি পরিষদ বা রাষ্ট্রের জন্য হানিকর কোনো কার্যে লিপ্ত থাকেন; অথবা

 

 

 

(জ) তিনি নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে অন্যূন ০২ (দুই)বৎসর কারাদণ্ডে দণ্ডিত হন; অথবা

 

 

 

(ঝ) তিনি কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs