বীমা কর্পোরেশন আইন, ২০১৯

( ২০১৯ সনের ৮ নং আইন )

Insurance Corporations Act, 1973 রহিতক্রমে উহা পরিমার্জনপূর্বক সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

 

যেহেতু  Insurance Corporations Act, 1973 রহিতক্রমে উহা পরিমার্জনপূর্বক সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়ন করা সমীচীন প্রয়োজনীয়;

 

সেহেতু এতদ্দ্বারা নিমরূপ আইন করা হইল : -

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা 

৩। অন্যান্য আইনের প্রযোজ্যতা

৪। কর্পোরেশন প্রতিষ্ঠা 

৫। মূলধন 

৬। কর্পোরেশনের কার্যালয়

৭। কর্পোরেশনের ক্ষমতা ও কার্যাবলি

৮। কর্পোরেশনের সাধারণ নির্দেশনা 

৯। পরিচালনা বোর্ড

১০। বোর্ডের সভা 

১১। পরিচালকগণের যোগ্যতা ও অযোগ্যতা

১২। বোর্ড বাতিল 

১৩। ব্যবস্থাপনা পরিচালক

১৪। বিনিয়োগ 

১৫। সংক্ষিপ্ত তহবিল গঠন, উদ্বৃত্ত, ইত্যাদি

১৬। সরকারি সম্পত্তি বীমাকরণ 

১৭। পুনঃবীমা 

১৮। প্রশাসনিক জরিমানা আরোপ 

১৯। কর্পোরেশনের অবসায়ন

২০। ঋণ গ্রহণ ও অনুদান প্রদানের ক্ষমতা

২১। কমিটি

২২। কর্পোরেশনের কর্মচারী নিয়োগ

 

 

২৩। ক্ষমতা অর্পণ

২৪। অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন ও প্রতিবেদন 

২৫। বাজেট

২৬। হিসাব পরিচালনা 

২৭। আর্থিক বিবরণী, ইত্যাদি

২৮। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২৯। অসুবিধা দূরীকরণ 

৩০। চুক্তি

৩১। বিধি প্রণয়নের ক্ষমতা

৩২। প্রবিধান প্রণয়নের ক্ষমতা 

৩৩। রহিতকরণ ও হেফাজত 

৩৪। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

গেজেটেড অনুলিপি

বীমা কর্পোরেশন আইন, ২০১৯

Authentic English Text

Authentic English Text