প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বীমা কর্পোরেশন আইন, ২০১৯

( ২০১৯ সনের ৮ নং আইন )

সংজ্ঞা 

২।   () বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে এই আইনে, -

 

 

 

() ‘‘আর্থিক বিবরণী’’ অর্থ অন্তর্বর্তীকালীন বা চূড়ান্ত স্থিতিপত্র, আয় বিবরণী বা লাভ লোকসান হিসাব, ইক্যুইটি পরিবর্তনের বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, টীকা অপরাপর বিবরণী ইহাদের উপর ব্যাখ্যামূলক বিবৃতি;

 

 

 

() ‘‘কর্পোরেশন’’ অর্থ জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশন;

 

 

 

() ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ১২ নং  আইন) এর অধীন প্রতিষ্ঠিত বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ;

 

 

 

() ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান;

 

 

 

() ‘‘পরিচালক’’ অর্থ বোর্ডের পরিচালক;

 

 

 

() ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

 

 

 

() ‘‘ব্যবস্থাপনা পরিচালক’’ অর্থ জীবনবীমা সাধারণবীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক;

 

 

 

() ‘‘ব্যক্তি’’ অর্থ প্রাকৃতিক ব্যক্তিসত্তাবিশিষ্ট একক ব্যক্তি (individual), কোনো প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারী কারবার, ফার্ম বা অন্য যে কোনো সংস্থাও উহার অন্তর্ভুক্ত হইবে;

 

 

 

() ‘‘বোর্ড’’ অর্থ ধারা এর অধীন প্রতিষ্ঠিত কর্পোরেশনের পরিচালনা বোর্ড;

 

 

 

() ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং

 

 

 

() ‘‘বীমাকারী’’ অর্থ বীমা আইন, ২০১০ (২০১০ সনের ১৩ নং আইন) এর ধারা এর দফা (২৫) সংজ্ঞায়িত বীমাকারী।

 

 

 

() এই আইনে যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা দেওয়া হয় নাই, সেই সকল শব্দ অভিব্যক্তি বীমা আইন, ২০১০ (২০১০ সনের ১৩ নং আইন) এবং বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ১২ নং আইন) যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে ব্যবহৃত হইবে।  


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs