প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বীমা কর্পোরেশন আইন, ২০১৯

( ২০১৯ সনের ৮ নং আইন )

অন্যান্য আইনের প্রযোজ্যতা

৩।   কর্পোরেশনের ক্ষেত্রে নিম্নবর্ণিত আইন বা আইনের কতিপয় বিধান, যতদূর সম্ভব, প্রযোজ্য হইবে, যথা : -

 

 

 

() বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০; এবং

 

 

 

() বীমা আইন, ২০১০ এর ধারা , ধারা -১৫, ধারা ২১-২৫, ধারা ৪২, ধারা ৪৩ এর উপ-ধারা () এর ‘‘এবং উক্ত ক্ষেত্রে এই আইনের ধারা ৯৫ এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিতে হইবে’’ অংশ, ধারা ৪৮ এর উপ-ধারা () এর দফা () (), ধারা ৫০ এর উপ-ধারা () এর দফা (), ধারা ৫২-৫৫, ধারা ৭৬-৮১, ধারা ৮২ এর উপ-ধারা (), ধারা ৮৩, ধারা ৯৫-১১২ এবং ধারা ১২৫ ব্যতীত অন্যান্য ধারা।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs