প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বীমা কর্পোরেশন আইন, ২০১৯

( ২০১৯ সনের ৮ নং আইন )

কর্পোরেশনের ক্ষমতা ও কার্যাবলি

৭।   কর্পোরেশনের ক্ষমতা কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা : -

 

 

 

()     বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে -

 

 

 

() জীবন বীমা কর্পোরেশন কর্তৃক, বীমা আইন, ২০১০ বর্ণিত সকল প্রকার লাইফ বীমা এতদ্সংক্রান্ত পুনঃবীমা ব্যবসা পরিচালনা করা; এবং

 

 

 

() সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক, বীমা আইন, ২০১০ বর্ণিত সকল প্রকার নন-লাইফ বীমা এবং এতদ্সংক্রান্ত পুনঃবীমা ব্যবসা পরিচালনা করা;

 

 

 

()     ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোনো স্থাবর সম্পত্তি অর্জন, ধারণ এবং হস্তান্তর করা;

 

 

 

()     কর্পোরেশনের স্বার্থে সমীচীন মনে হইলে সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের বাহিরে পরিচালিত বীমা ব্যবসায়ের সম্পূর্ণ বা কোনো অংশ কোনো ব্যক্তিকে হস্তান্তর করা; এবং

 

 

 

()     কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, বীমা সংক্রান্ত ব্যবসার সহিত সংশ্লিষ্ট এবং কর্পোরেশনের জন্য লাভজনক এবং যাহা সুষ্ঠুভাবে পরিচালনা করিতে কর্পোরেশন সক্ষম এইরূপ অন্য কোনো ব্যবসা পরিচালনা করা।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs