প্রাণিকল্যাণ আইন, ২০১৯

( ২০১৯ সনের ১২ নং আইন )

The Cruelty to Animals Act, 1920 রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু প্রাণির প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ করা, সদয় আচরণ প্রদর্শন করা ও দায়িত্বশীল প্রতিপালনের মাধ্যমে প্রাণিকল্যাণ নিশ্চিত করা আবশ্যক; এবং

যেহেতু প্রাণিকল্যাণ নিশ্চিত করণার্থে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিদ্যমান The Cruelty to Animals Act, 1920 (Act No. I of 1920) রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন 

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। মালিক বা তত্ত্বাবধানকারীর দায়িত্ব

৫। প্রাণি প্রতিপালন, পরিবহন ও জবাই বিধি প্রণয়ন

৬। প্রাণির প্রতি অপ্রয়োজনীয় নিষ্ঠুর আচরণ

৭। মালিকবিহীন প্রাণি নিধন বা অপসারণ

৮। পরিবহন কাজে প্রাণির ব্যবহার

৯। পোষা প্রাণির বাণিজ্যিক উৎপাদন ও ব্যবস্থাপনা নিবন্ধন

১০। অঙ্গহানি

১১। বিষ প্রয়োগ

১২। কলাকৌশল প্রদর্শনকারী প্রাণি

১৩। পরিদর্শন

১৪। সংকটাপন্ন প্রাণিকে তত্ত্বাবধানে নেওয়া এবং নিধন করিবার ক্ষমতা

১৫। প্রাণি আটক এবং আটক প্রাণির চিকিৎসা ও পরিচর্যা ইত্যাদি

১৬। অপরাধ ও দণ্ড

১৭। কোম্পানি, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন

১৮। অপরাধ বিচারার্থ গ্রহণ

১৯। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

২০। মোবাইল কোর্টের এখতিয়ার

২১। বিধি প্রণয়নের ক্ষমতা

২২। অস্পষ্টতা দূরীকরণ

২৩। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

২৪। রহিতকরণ ও হেফাজতকরণ

গেজেটেড অনুলিপি

প্রাণিকল্যাণ আইন, ২০১৯