বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০

( ২০২০ সনের ৫ নং আইন )

Road Transport Corporation Ordinance, 1961 রহিতপূর্বক সময়োপযোগী

করিয়া নূতনভাবে প্রণয়নকল্পে প্রণীত আইন 

যেহেতু Road Transport Corporation Ordinance, 1961 (East Pakistan Ordinance No. VII of 1961) এর অধীন প্রতিষ্ঠিত The Bangladesh Road Transport Corporation এর ধারাবাহিকতা রক্ষার্থে উক্ত Ordinance, রহিতপূর্বক সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। কর্পোরেশন প্রতিষ্ঠা

৪। প্রধান কার্যালয়

৫। কর্পোরেশনের কার্যাবলি

৬। পরিচালনা ও প্রশাসন

৭। পরিচালনা পর্ষদ গঠন

৮। পরিচালনা পর্ষদের সভা

৯। কমিটি

১০। চেয়ারম্যান

১১। চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্য

১২। সদস্যগণের অযোগ্যতা, অপসারণ, ইত্যাদি

১৩। শেয়ার মূলধন

১৪। সভা এবং শেয়ারহোল্ডারগণের অধিকার

১৫। কর্পোরেশনের কর্মচারী নিয়োগ, ইত্যাদি

১৬। ব্যয় নির্বাহ

১৭। আর্থিক ক্ষমতা

১৮। বাজেট

১৯। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২০। বার্ষিক প্রতিবেদন

২১। কোম্পানি গঠনের ক্ষমতা

২২। যাত্রী ও পণ্যবাহী মোটরযান পরিচালনার ক্ষমতা

২৩। বিধি প্রণয়নের ক্ষমতা

২৪। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৫। জনসেবক

২৬। সরকারি নির্দেশনা প্রদানের ক্ষমতা

২৭। রহিতকরণ ও হেফাজত

২৮। কর্পোরেশনের অবসায়ন

২৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

গেজেটেড অনুলিপি

২০২০ সনের ৫ নং আইন