প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
Road Transport Corporation Ordinance, 1961 রহিতপূর্বক সময়োপযোগী
করিয়া নূতনভাবে প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু Road Transport Corporation Ordinance, 1961 (East Pakistan Ordinance No. VII of 1961) এর অধীন প্রতিষ্ঠিত The Bangladesh Road Transport Corporation এর ধারাবাহিকতা রক্ষার্থে উক্ত Ordinance, রহিতপূর্বক সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
১। (১) এই আইন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।