বাংলাদেশ বাতিঘর আইন, ২০২০

( ২০২০ সনের ৬ নং আইন )

Lighthouse Act, 1927 রহিতপূর্বক সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু বাংলাদেশ একটি সমুদ্র উপকূলীয় দেশ এবং উপকূলীয় অঞ্চলে চলাচলকৃত নৌযানের পথ প্রদর্শনের বিষয়ে বাংলাদেশের দায়-দায়িত্ব রহিয়াছে; এবং

 

যেহেতু বাংলাদেশের সমুদ্র উপকূলে নিরাপদ নৌযান চলাচল এবং প্রয়োজনের  নিরিখে উদ্ধারকার্য পরিচালনায় সহায়তা প্রদান এবং বন্দরে আগত জাহাজসমূহের পথ প্রদর্শনে সহায়তা করা আবশ্যক; এবং

 

 

যেহেতু উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করিয়া বাংলাদেশের বাতিঘর রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিদ্যমান Lighthouse Act, 1927 (Act No. XVII of 1927) রহিতক্রমে সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 

সেহেতু এতদ্দ্বারা নিমরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বাতিঘর অঞ্চলের সীমানা নির্ধারণ

৪। কর্মচারি নিয়োগ

৫। বিশেষজ্ঞ কমিটি

৬। সাধারণ বাতিঘর ব্যবস্থাপনা সংক্রান্ত বিধান

৭। বাতিঘর পরিদর্শন

৮। বাতিঘর নিয়ন্ত্রণ

৯। বাতিঘরের মাশুল আরোপ

১০। বাতিঘর মাশুল আদায়

১১। বাতিঘরের মাশুল নির্ধারণে টনেজ সংক্রান্ত বিধান

১২। বকেয়া মাশুল আদায়, ইত্যাদি

১৩। ‘‘বন্দর-ছাড়পত্র’’ প্রদানে অস্বীকৃতি

১৪। বাতিঘর মাশুল পরিশোধের বিষয়ে বিরোধ নিষ্পত্তিকরণ সংক্রান্ত বিধান

১৫। এক বন্দরে পরিশোধযোগ্য বাতিঘর মাশুল অন্য বন্দরে পরিশোধ অথবা আদায় সংক্রান্ত বিধান

১৬। বাতিঘর মাশুল প্রদান না করিবার জরিমানা

১৭। বাতিঘরের মাশুল হইতে অব্যাহতি

১৮। অতিরিক্ত বাতিঘর মাশুল ফেরত প্রদান সংক্রান্ত বিধান

১৯। বিধি প্রণয়নের ক্ষমতা

২০। রহিতকরণ ও হেফাজত

২১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

গেজেটেড অনুলিপি

২০২০ সনের ৬ নং আইন