প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত আইন
যেহেতু সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে কতিপয় আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
প্রথম অধ্যায়
প্রারম্ভিক
১। (১) এই আইন অর্থ আইন, ২০২০ নামে অভিহিত হইবে।
(২) এই আইনের তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের ধারা ৭৯, ৮০ ও ৮১ অবিলম্বে কার্যকর হইবে।
(৩) এই আইনের দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায়ের ধারা ৭৯, ৮০ ও ৮১ ব্যতীত, অন্যান্য ধারাসমূহ এবং ষষ্ঠ অধ্যায় ২০২০ সনের ১ জুলাই তারিখে কার্যকর হইবে।