প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
Customs Act, 1969 (Act No.IV of 1969) এর অধিকতর সংশোধন
১৫। উক্ত Act এর FIRST SCHEDULE এর পরিবর্তে এই আইনের তফসিল-১ এ উল্লিখিত “FIRST SCHEDULE” (পৃথকভাবে মুদ্রিত) প্রতিস্থাপিত হইবে।
[The Customs Act, 1969 (Act no. IVof 1969), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর FIRST SCHEDULE এ নিম্নলিখিত সংশোধনীগুলি অন্তর্ভুক্ত হইবে:]
(১) 88 নং পৃষ্ঠার কলাম (1) এ উল্লিখিত Heading 28.33 এর আওতাভুক্ত কলাম (2) তে বর্ণিত H.S.Code “2833.19.00” এর বিপরীতে কলাম (5) এ উল্লিখিত এন্ট্রি “10%” এর পরিবর্তে এন্ট্রি “15%” প্রতিস্থাপিত হইবে।
(২) 114 নং পৃষ্ঠার কলাম (1) এ উল্লিখিত Heading 32.05 এর আওতাভুক্ত কলাম (2) তে বর্ণিত H.S.Code “3205.00.00” এর বিপরীতে কলাম (5) এ উল্লিখিত এন্ট্রি “15%” এর পরিবর্তে এন্ট্রি “5%” প্রতিস্থাপিত হইবে।
(৩)131 নং পৃষ্ঠার কলাম (1) এ উল্লিখিত Heading 38.24 এর আওতাভুক্ত কলাম (2) তে বর্ণিত H.S.Code “3824.99.50” এবং উহার বিপরীতে কলাম (3), (4), (5) ও (6) তে উল্লিখিতি এন্ট্রিসমূহের পর নিম্নবর্ণিত H.S.Code “3824.99.60” এবং উহার বিপরীতে কলাম (3), (4), (5) ও (6) তে উল্লিখিতি এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:-
“3824.99.60 --- Calcium Chloride based container kg 10% Free”।
desiccant
(৪) 274 নং পৃষ্ঠার কলাম (1) এ উল্লিখিত Heading 84.03 এর বিপরীতে কলাম (3) এ উল্লিখিত “Central heading boilers other than those of heading 84.02.” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “Central heating boilers other than those of heading 84.02.” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে।