প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২০

( ২০২০ সনের ৯ নং আইন )

চতুর্থ অধ্যায়

Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর অধিকতর সংশোধন

Ordinance No. XXXVI of 1984 এর section 2 এর সংশোধন

১৬  Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এর section 2 এর

 

() clause (30) এর

 

() প্রারম্ভে উল্লিখিত “in relation to capital asset” শব্দগুলির পর  or a business or undertaking” শব্দগুলি সন্নিবেশিত হইবে; এবং

 

 

(আ) sub-clause (a) তে উল্লিখিত the price which such asset” শব্দগুলির পর or such business or undertaking” শব্দগুলি সন্নিবেশিত হইবে; এবং

 

() clause (35) এর প্রারম্ভে উল্লিখিত income year” means” শব্দগুলি ও উদ্ধৃতি চিহ্নগুলির পরিবর্তে “income year” means financial year immediately preceding the assessment year and includes” শব্দগুলি ও উদ্ধৃতি চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে।

 


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs